ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ বছর পর বার্সিলোনা ছাড়ার ঘোষণা মেসির

প্রকাশিত: ২১:২৯, ২৭ আগস্ট ২০২০

২০ বছর পর বার্সিলোনা ছাড়ার ঘোষণা মেসির

জাহিদুল আলম জয় ॥ অবশেষে সব গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। দীর্ঘ ২০ বছর পর প্রাণের ক্লাব বার্সিলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। বুধবার এক বার্তায় তিনি ন্যুক্যাম্প ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তাদের। মেসির এই সিদ্ধান্তকে সম্মান ও স্বাগত জানিয়েছেন অনেকে। এর মধ্যে আছেন সাবেক ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার, সাবেক স্পেন ও বার্সিলোনা অধিনায়ক কার্লোস পুওল। চুক্তির শর্ত, রিলিজ ক্লজ, বেতনসহ বিভিন্ন বিষয়ে অনেক ঝামেলা থাকলেও আর্জেন্টাইন অধিনায়ক নতুন মৌসুম (২০২০-২১) শুরুর আগেই বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্লাবের প্রতি বিভিন্ন বিষয়ে ক্ষোভ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী মহাতারকা। ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা তারকাকে হারাতে বসে ক্ষোভে ফুসে উঠেছেন বার্সা সমর্থকরা। দুঃখের খবরটি জানার পর থেকেই ন্যুক্যাম্পের সামনে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউয়ের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে চলেছেন ভক্ত-সমর্থকরা। এখন বিষয়টি ওপেন সিক্রেট যে, বার্সা সভাপতির সঙ্গে দ্বন্দ্ব আর নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে মতের মিল না হওয়াতেই বার্সা ছাড়ছেন মেসি। তবে চুক্তির শর্ত অনুযায়ী সহসাই স্পেন ছাড়তে বেশ বেগ পোহাতে হবে ছয়বারের ফিফা সেরা তারকাকে। এজন্য মেটাতে হবে চুক্তি রিলিজ ক্লজ-বেতনের ঝামেলা। অবশ্য ধারণা করা হচ্ছে, সব ঝামেলা চুকিয়ে সহসাই মেসি ন্যুক্যাম্প থেকে তল্পিতল্পা গুছিয়ে নেবেন। ইতোমধ্যে খুদে এই জাদুকরের সম্ভাব্য নতুন ঠিকানার সন্ধানও মিলতে শুরু করেছে। এক্ষেত্রে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ফরাসী পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কথা জোরেশোরে উচ্চারিত হচ্ছে। জানা গেছে, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্ডিওলার সঙ্গে কথা বলেছেন বার্সা ডায়মন্ড। তারকা এই কোচের সঙ্গে বার্সাকে স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন মেসি। এছাড়া বার্সায় সাবেক সতীর্থ নেইমারের সঙ্গেও জুটি গড়ার কথা চাউর হয়েছে। ব্রাজিলিয়ান তারকা বর্তমানে পিএসজিতে খেলে থাকেন। যে কারণে প্যারিসে মেসি-নেইমার জুটি হওয়ারও জোর সম্ভাবনা আছে। মাত্র পাঁচ বছর বয়সেই মেসির ফুটবল সক্ষমতা উন্মোচিত হয়। ওই সময় তার হরমোনের ঘাটতি থাকলেও প্রতিভার কমতি ছিল না। এজন্যই বার্সা অসুস্থ মেসিকে তাদের তাঁবুতে ভিড়িয়ে ধীরে ধীরে শাণিত করে তোলে। যার ফলশ্রুতিতে কৈশোর পেরুনোর আগেই কাতালানদের জার্সি গায়ে ক্লাব ফুটবলে অভিষেক ঘটে। প্রতিপক্ষ পোর্তোর বিরুদ্ধে ওই ম্যাচের দিন মেসির বয়স ছিল ১৬ বছরের সামান্য বেশি। স্প্যানিশ ফুটবল ইতিহাসে সেটাই সবচেয়ে খুদে ফুটবলারের ম্যাচ খেলার ঘটনা। ২০০৪ সালের ওই অভিষেক মৌসুমেই মেসির ড্রিবলিং ভেল্কিতে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে পড়ে ফুটবল লা লিগা। এরপর আর কাল বিলম্ব না করে বার্সিলোনা ২০১৪ সাল পর্যন্ত আর্জেন্টাইন লিটল ম্যারাডোনার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করে। অবশ্য বর্তমানে স্প্যনিশ ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুম পর্যন্ত। ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেকের আগে ২০০১ সালে স্বদেশী ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সার যুবদলে নাম লেখান মেসি। এই হিসেবে ২০ বছর বার্সার তাঁবুতে থাকার পর ক্লাব ছাড়ছেন ২০১৪ বিশ্বকাপের সেরা ফুটবলার। চলতি বছরের শুরু থেকেই মেসির সঙ্গে বার্সিলোনার সম্পর্কের অবনতি হতে থাকে। আর দিনকয়েক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বেয়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বার্সার বিদায়ের পর মেসির ক্লাব ছাড়ার বিষয়টি আবারও সামনে চলে আসে। এই হারে ২০০৭ সালের পর প্রথমবারের মতো শিরোপাবিহীন মৌসুম শেষ করেছে বার্সা। মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি আছে। তবে বর্তমান চুক্তি অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ আছে মেসির। সেক্ষেত্রে রিলিজ ক্লজও প্রযোজ্য হবে না। কারণ মেসি যেতে চাইলে তিনি ফি এজেন্ট হিসেবে পরিগণিত হবেন। কিন্তু তিনি যেতে না চাইলে এবং বার্সা ছাড়তে না চাইলে তাকে কিনতে যে কোন ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে হবে। যে কারণে মেসির বিদায়ে আইনী জটিলতার বিষয়টিও সামনে চলে আসছে। কারণ চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তার ইচ্ছার কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ায় চুক্তিপত্রের ওই ধারা এখন আর কার্যকর নয় বলে বার্সা কর্মকর্তারা দাবি করছেন। অবশ্য মেসি ও তার আইনজীবী মনে করছেন, করোনাভাইরাস সঙ্কটে ফুটবল মৌসুম দেরি হওয়ায় ওই শর্তের কার্যকারিতাও ৩১ আগস্ট পর্যন্ত বাড়বে। রিলিজ ক্লজ যাই হোক না কেন, কিংবা বার্সিলোনা যতই দাবি করুক না কেন, মেসিকে নিতে কেমন মূল্য দিতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে এখন এই বিষয়টি সামনে চলে এসেছে। এক খবরে জানা জানানো হয়েছে, মেসির বর্তমান মূল্য ধরেছে ১১২ মিলিয়ন ইউরো বা ১১ কোটি ২০ লাখ ইউরো। যা নেইমারের দামের ঠিক অর্ধেক। উল্লেখ্য, বার্সিলোনার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউর অধীনে মেসির সর্বশেষ চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ (বার্সিলোনার অনিচ্ছা সত্ত্বেও কোন ক্লাব মেসিকে কিনতে চাইলে যে টাকা কাতালানদের দিতে হবে) ৭০ কোটি ইউরো। কিন্তু এত টাকা দিয়ে মেসিকে কেউ কিনবে না এটা বলাই যায়। যে কারণে বোঝাপড়ার মাধ্যমে আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার বিকল্প নেই। অথচ একটা সময় মেসি বলতেন, ‘আমি তখনই ন্যুক্যাম্প ছাড়ব যখন বার্সিলোনা আমাকে ছুড়ে ফেলবে’।
×