ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা বাঁহাতি টেস্ট একাদশে সাকিব

প্রকাশিত: ২৩:৩০, ১৯ আগস্ট ২০২০

বিশ্বসেরা বাঁহাতি টেস্ট একাদশে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিখ্যাত ক্রিকেট পরিসংখ্যানবিদ মোহনদাস মেননন। গত ১৩ আগস্ট আন্তর্জাতিক বাঁহাতি দিবস উপলক্ষে তিনি সর্বকালের সেরা বাঁহাতি টেস্ট একাদশ গড়েন। সেখানে বাংলাদেশী হিসেবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেছেন তিনি। সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ছাড়াও একঝাঁক কিংবদন্তি আছেন মোহনদাসের এই একাদশে। তবে এই একাদশে নেই কোন ভারতীয় ক্রিকেটার। পৃথিবীতে ৮০-৯০ ভাগ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ ভাগ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতি এই ১০ ভাগের মূল্যায়ন সেভাবে দেখা না গেলেও অনেক কিংবদন্তিরা বাঁহাতি। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে ‘আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রের ডিন আর ক্যাম্পবেল চালু করেন এই প্রথা। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে অনেক বাঁহাতিই নিজেদের নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। এবার বাঁহাতি দিবসে সর্বকালের সেরা বাঁহাতি টেস্ট একাদশ গড়েন ভারতীয় ক্রীড়া পরিসংখ্যানবিদ মোহনদাস। তার একাদশে এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গৌরব সাকিব। গত বছর হওয়া বাঁহাতি একাদশে ছিলেন না তিনি। কিন্তু এবার নিষিদ্ধ থাকা অবস্থাতেই একাদশে জায়গা করে নিলেন। মোহনদাসের সর্বকালের সেরা বাঁহাতি টেস্ট একাদশ ॥ এ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), ব্রায়ান চার্লস লারা (ওয়েস্ট ইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব আল হাসান, ড্যানিয়েল ভেট্টরি, ওয়াসিম আকরাম, মিচেল জনসন ও চামিন্দা ভাস।
×