ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা যেতে তিনবার করোনা পরীক্ষা

প্রকাশিত: ২০:২৬, ১৫ আগস্ট ২০২০

শ্রীলঙ্কা যেতে তিনবার করোনা পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। তিনটি টেস্ট খেলতে ২৩ সেপ্টেম্বর কলম্বোর বিমানে উঠার কথা তামিম-মুশফিক-মুমিনুলদের। তার আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে তাদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আবাসিক অনুশীলন ক্যাম্প শুরুর আগে একবার ও পরে দুইবার করোনা টেস্ট নেওয়া হবে ক্রিকেটারদের। শ্রীলঙ্কা যাওয়ার আগে দেশেই মোট তিনবার হবে তামিম-মুশফিকদের কোভিড-১৯ পরীক্ষা। "ওরা তো ব‌্যক্তিগতভাবে টেস্ট করে আসবে বাড়িতে থাকতেই। আমাদের বলে দেওয়া ল‌্যাব থেকে টেস্ট করতে হবে। যেখানে সেখানে করলে হবে না। আমরাই করাবো তবে বাসা থেকে করে আসতে হবে। আশা করি সবাই নেগেটিভ হবে। যারা নেগেটিভ তাদেরকে আমরা ক‌্যাম্পে ডাকবো। ক‌্যাম্পে আসার সাথে সাথে আমরা আরেকবার টেস্ট করাবো। তার তিন দিন পর আবার করবো। মোট তিনটা টেস্ট হবে।" "ক্যাম্পে আসার পথেও কারো করোনা হতে পারে। যতটুকু সম্ভব কঠোর হবো। এমন একটা হোটেল বা বাসা চাই যেখানে বাইরের কেউ নেই। ফাইভ স্টার হোটেলে যেতে হলে একটা-দুইটা ফ্লোর পুরোপুরি ওদের জন‌্য আলাদা নিতে হবে। ওখানে কোনো পরিচ্ছন্নকর্মী ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। ওই দুই ফ্লোরের ক্লিনার উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না। আইসোলেশন যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। হোটেল না পেলে বাসা দেখতে হবে।" জাতীয় দলের সফর চূড়ান্ত হলেও ১৬ মার্চ এক রাউন্ড সম্পন্ন হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো নিয়ে আশার কথা শোনাতে পারেননি নাজমুল হাসান। বিসিবি সভাপতি সাফ বলে দিয়েছেন করোনা পরিস্থিতির আশাব্যাঞ্জক উন্নতি অথবা ভ্যাক্সিনের আগমন ব্যাতীত লিগ আয়োজনের যৌক্তিকতা দেখেন না। "দুইটি শর্তে লিগ শুরু হতে পারে। করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ‌্যাসকিন আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। কোনো একটা লজিক থাকতে হবে তো। একটা দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল‌্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা… আমাদের কাছে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। হয় করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ‌্যাকসিন আসতে হবে। এজন‌্য আমরা অপেক্ষা করছি।"
×