ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাসিক ক্রীড়া ভাতার চেক পেলেন ৮৫ ক্রীড়াবিদ

প্রকাশিত: ১৯:৩৬, ১২ আগস্ট ২০২০

মাসিক ক্রীড়া ভাতার চেক পেলেন ৮৫ ক্রীড়াবিদ

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত মাসিক ক্রীড়া ভাতার অর্থ অ¯^চ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াসেবীদের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ২০১৯-২০ অর্থ বছরে মোট ১১৫০ ক্রীড়াসেবীকে সর্বমোট ২ কোটি ৭৬ লাখ টাকা মাসিক ভাতা হিসেবে দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার ৮৫ অস্বচ্ছল ক্রীড়াসেবীদের মাঝে মাসিক ভাতার চেক বিতরণ করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী মেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে আরও দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেটিও দীর্ঘমেয়াদে রেখে লভ্যাংশ থেকে খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টদের সহযোগিতা করবো। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে এ পর্যন্ত ৫৪৪৯ ক্রীড়াসেবীকে ৯ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান /মাসিক ভাতা হিসেবে প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোশারফ হোসেন মোল্লা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
×