ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুব ও ক্রীড়ার উন্নয়নে নেপালের সঙ্গে বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৫, ১২ আগস্ট ২০২০

যুব ও ক্রীড়ার উন্নয়নে নেপালের সঙ্গে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ নেপালের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বুধবার আন্তজাতিক যুব দিবস উপলক্ষ্যে নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সভাপতিত্ব করেন নেপালের যুব ও ক্রীড়ামন্ত্রী জগত বাহাদুর সুনার। অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, নেপালের যুব ও ক্রীড়াসচিব রাম প্রসাদ থাপালিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×