ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায় আলাউদ্দিন আলী

প্রকাশিত: ২০:৫৭, ১২ আগস্ট ২০২০

বিদায় আলাউদ্দিন আলী

সুরের জাদুকর ওস্তাদ আলাউদ্দিন আলী আর নেই। ২০১৫ সালে চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হলে তার ফুসফুসে টিউমার ধরা পড়ে। জীবনের শেষ সময় রোগের সঙ্গে লড়াই করে বারবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবধারিত নিয়মে বরণ করে নিতে হলো মৃত্যুকেই। তবে বিখ্যাত ব্যক্তিদের চলে যাওয়াটা আসলে সেভাবে হয় না। নান্দনিক সুরস্রষ্টা তার শৈল্পিক দ্যোতনায় ভক্ত-শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেন। আলাউদ্দিন আলীও তেমন মাত্রার সুরের পুরোধা ব্যক্তিত্ব, যিনি তার শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। সুরের কথামালা নির্মাণেও এই সঙ্গীতজ্ঞ তার কালজয়ী ক্ষমতার স্বাক্ষর রেখে গেছেন। প্রতিনিয়ত সঙ্গীতের সমৃদ্ধ জগতে বিচরণকারী এই সৃষ্টিশীল সুরনায়ক তার জীবদ্দশায় অসংখ্য গানের বাণী ও সুর মূর্ছনায় ভক্ত-শ্রোতাদের বিভোর করে দিতেন। এই বর্ণাঢ্য ব্যক্তিত্ব সঙ্গীত জগতের একনিষ্ঠ স্রষ্টা হিসেবে নিজেকে বহুবার প্রমাণ করেছেন। নিজের অকৃত্রিম সাধন-ভজনকে সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে নিরলস কর্মপ্রচেষ্টায় জীবনটাকে উৎসর্গও করেন। কিংবদন্তি এই সঙ্গীত কারিগর স্বাধীন বাংলাদেশের জনপ্রিয় বহু গানের সুর ঝঙ্কারে ভক্ত-শ্রোতাদের বিমুগ্ধ করে দিতেন। তার অনেক সমৃদ্ধ গান চলচ্চিত্র ও সঙ্গীতভুবনকে নানা আঙ্গিকে সমৃদ্ধ করেছে। আলাউদ্দিন আলী ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে সঙ্গীতের ভুবনে সম্পৃক্ত হন। পারিবারিক সাংস্কৃতিক ঐতিহ্যে বড় হওয়া আলাউদ্দিন আলীর পিতা জাদব আলীও ছিলেন একজন সুরসাধক। তবে তার সঙ্গীতের হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। এছাড়া সুর¯্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ এবং বিখ্যাত সুর ব্যক্তিত্ব আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে গিয়ে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন তিনি। সঙ্গে ছিল নিজের অভাবনীয় শৈল্পিক শৌর্য ও নান্দনিক কর্মযোগ। বাংলাদেশের আধুনিক গানের ভা-ার উৎকর্ষে ভরিয়ে তুলতে আলাউদ্দিন আলীর নিঃস্বার্থ আত্মনিবেদন সঙ্গীত বলয়ের অনন্য অবদান। লোকজ ও ধ্রুপদী সুরের সংমিশ্রণে আলাউদ্দিন আলী তার সঙ্গীত ভুবনের মাত্রাকে প্রতিনিয়তই সম্প্রসারিত করেছেন। তিনি নিজেকে নিজেই অতিক্রম করেছেন সৃজন সম্পদে বারবার। সুর ও বাণীর শ্রেষ্ঠত্ব বিবেচনায় তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিষিক্ত হয়েছেন। সুর ও বাণীর অনবদ্য মিলন দ্যোতনায় আলাউদ্দিন আলীর গান সত্যিই এক অনুপম সৃষ্টি। মৃত্যু তাকে ভক্তদের কাছে থেকে কখনই বিচ্ছিন্ন করতে পারবে না। এই মহান সঙ্গীতজ্ঞের চিরবিদায়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
×