ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাপ্পীর দিনকাল

প্রকাশিত: ২২:৩১, ১০ আগস্ট ২০২০

বাপ্পীর দিনকাল

স্টাফ রিপোর্টার ॥ নিষ্পাপ, মন ফড়িং, মেয়ে তোমাকে চাই, গুড মর্নিংয়ের মতো বারোটা নাটক ও বাড়ি ফেরা, গিভ এ্যান্ড টেক, বয়সের দোষ- এ রকম শতাধিক শর্টফিল্ম তৈরির পর তরুণ নির্মাতা বাপ্পী খান প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণে হাত দিয়েছেন। তিনি বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। উল্লেখযোগ্য মিউজিক ভিডিওগুলো হলো- বাংলাদেশ এগিয়ে যাও, আমি হারিয়ে যাই, তুমি কি আমার ইত্যাদি। মাত্র তেইশ বছর বয়সেই এত কাজ করা প্রসঙ্গে বাপ্পী জানান, নির্মাণ তার প্যাশন। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি প্রসঙ্গে বাপ্পী বলেন, অনেক আগে থেকেই ইচ্ছে ছিল ব্যর্থ মানুষগুলোর গল্প তুলে ধরার। কখন একটা মানুষ নিজেকে ব্যর্থ মনে করে, কখন একটা মানুষ নিজের ভেতর থেকে হারিয়ে যায় অথবা এই পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে চায় তেমনি একটা গল্প বলার চেষ্টা করব ওয়েব সিরিজটিতে। এছাড়াও গল্পে থাকবে অনেক চমক। গল্প ভাবনা আমার, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন অনামিকা মণ্ডল। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই আমরা শূটিং শুরু করব। শূটিং ঢাকা এবং বান্দরবানের বিভিন্ন লোকেশনে করা হবে।
×