ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের আইপিও আবেদন শুরু আজ

প্রকাশিত: ২৩:২৪, ৯ আগস্ট ২০২০

ওয়ালটনের আইপিও আবেদন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এই আবেদন গ্রহণ চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ওয়ালটনের আইপিও’র প্রতি লটে থাকছে ২০টি করে শেয়ার। আর প্রতি শেয়ারের দাম ২৫২ টাকা। সেই হিসেবে ৫ হাজার ৪০ টাকায় ওয়ালটনের আইপিওতে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। তথ্য মতে, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওয়ালটন হাই-টেকের ইপিএস ৪৫.৮৭ টাকা ও এনএভি ২৪৩.১৬ টাকা। ডিএসইতে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় শেয়ারবাজারের লেনদেনের সময়সূচী আধা ঘণ্টা বেড়েছে। আজ রবিবার থেকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন সময়সূচী অনুযায়ী সকাল ১০টায় লেনদেন শুরু হবে। একইভাবে অপর বাজারেও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হবে। সূত্র জানায়, আজ রবিবার থেকে ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে; যা ২টা ৩০ মিনিটে শেষ হবে। আগে ডিএসইতে লেনদেনের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ হিসাবে ডিএসইতে আধাঘণ্টা লেনদেনের সময় বেড়েছে। অর্থাৎ নতুন নিয়মানুযায়ী ডিএসইতে সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে।
×