ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইজডেন বদলে ‘রিচার্ডস-বোথাম ট্রফি’

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুলাই ২০২০

উইজডেন বদলে ‘রিচার্ডস-বোথাম ট্রফি’

স্পোর্টস রিপোর্টার ॥ সেই ১৯৬৩ সাল থেকে ওস্টেস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় টেস্ট সিরিজের ট্রফির নাম ‘উইজডেন ট্রফি’। দীর্ঘ ৫৭ বছরে সেটি বদলে যাচ্ছে। দুই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস এবং ইংল্যান্ডের স্যার ইয়ান বোথামের নামে আগামী বছর থেকে দুই দেশের মধ্যকার সিরিজের নাম বদলে ‘রিচার্ডস-বোথাম ট্রফি’ নাম পাচ্ছে। ফলে ওল্ডট্র্যাফোর্ডে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের মধ্য দিয়ে ঐতিহাসিক উইজডেন ট্রফির সমাপ্তি ঘটছে। যদিও করোনাকালে ক্রিকেটে ফেরানোর এ দ্বৈরথকে বলা হচ্ছে ‘রেইজ দ্য ব্যাট’ সিরিজ। দুই দেশের সম্মতিক্রমে এই নামের পরিবর্তন করা হয়েছে জানিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে ইসিবি উল্লেখ করে, ‘দুই কিংবদন্তিকে সম্মান জানাতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পরবর্তী টেস্ট সিরিজটি ‘রিচার্ডস-বোথাম ট্রফি’ নামে আয়োজন করা হবে। ভিভ রিচার্ডস এবং ইয়ান বোথাম দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা এবং বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। এর মাধ্যমে দুই বোর্ডের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্যতা আগের চেয়ে আরও বৃদ্ধি পাবে।’ ক্রিকেটের ‘বাইবেল’ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স এ্যালমানাকের সম্মানে এই দুই দলের সিরিজের নামকরণ করা হয়েছিল ‘উইজডেন’ ট্রফি। ১৯৬৩ সালে এ্যালমানাকের শতবর্ষ পূর্তি উপলক্ষে নামটি চালু হয়েছিল।
×