ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ণবৈষম্যের শিকার আর্চার, তৃতীয় টেস্টে খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ১২:৫২, ২৩ জুলাই ২০২০

বর্ণবৈষম্যের শিকার আর্চার, তৃতীয় টেস্টে খেলা নিয়ে সংশয়

অনলাইন ডেস্ক ॥ 'বায়ো সিকিওর' বিধি ভঙ্গ করার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছিল ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট চলাকালীন হোটেল রুমে আইসোলেশনে থাকতে হয়েছিল জোফ্রা আর্চারকে। আইসোলেশনে থাকার সময়ও বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ করেন জোফ্রা। সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করা হয়েছে বলেও ইসিবিকে জানিয়েছেন তিনি। আইসোলেশন ৫ দিনে দু'দফায় কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার পরই দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন আর্চার। তবে এই ঘটনার পর থেকেই বেশ অস্বস্তিতে রয়েছেন ইংল্যান্ডের পেসার। বর্ণবৈষম্যের শিকার হওয়ার পর তার মনের অবস্থা ভালো নেই তাই সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টে খেলার মতো মানসিক অবস্থায় তিনি নেই বলেই জানিয়েছেন জোফ্রা আর্চার। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট। সিরিজ এখন ১-১ সমতায়।
×