ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শীতে করোনা বাড়বে-

প্রকাশিত: ২২:৫৯, ২২ জুলাই ২০২০

শীতে করোনা বাড়বে-

ভারতের বিজ্ঞানীরা গবেষণায় দেখছেন যে, আগামী শীতের আগেই করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ শুরু হবে। তাদের পরীক্ষায় দেখা যায়, প্রতি ১ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা কমলে করোনা বাড়বে ৯৯%। সুতরাং বর্ষা, বর্ষা পরবর্তী শরত ও শীতকালে করোনার দ্বিতীয় উর্ধগতি শুরু হবে। এর থেকে বাঁচাতে পারে শুধুমাত্র- * সামাজিক দূরত্ব * মুখে মাস্ক * হাত ধোয়া * হার্ড ইমিউনিটি জন্ম নেয়া-তা সে সংক্রমণ বা ভ্যাকসিন যেই পদ্ধতিতে হোক না কেন। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×