ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গান নিয়ে কমল

প্রকাশিত: ২১:৫১, ২২ জুলাই ২০২০

নতুন গান নিয়ে কমল

সংস্কৃতি ডেস্ক ॥ শামছুদ্দিন টগর ছিলেন জনপ্রিয় ও খ্যাতনামা চিত্র পরিচালক। সৃষ্টি করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, উনার হাত ধরে রঙ্গিন পর্দায় এসে তারকা হয়েছেন অনেকে। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে বানজারান, দস্যু বনহর, হুর এ আরব, দেনমোহর, দখল, সম্রাট অন্যতম। চলচ্চিত্র পরিচালকের ছেলে হিসেবে কমলের জন্য ক্যামেরার সামনে এসে কাজ করা ছিল শুধু ইচ্ছে ও সময়ের ব্যাপার মাত্র। সময়ের পরিক্রমায় কমল যাত্রা শুরু করেন গানের পথে। প্রকাশ করেছেন নিজের একক এ্যালবাম, নাসিম আনোয়ারের কথা ও সুরে সঙ্গীতের ব্যানারে ‘তুমি ঠিকই কাঁদিবে’, তার গাওয়া অনেক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। পরবর্তীতে বাবার সহযোগিতায় ও অনুপ্রেরণায় আসেন সিনেমা জগতে, তবে নায়ক হিসেবে নয়, পা রেখেছেন গায়ক হিসেবে। মা আমার স্বর্গ, অন্তর জ্বালা, কিং খান, জীবন নিয়ে যুদ্ধ, আমি বাঁচতে চাইসহ অসংখ্য সিনেমাতে একে একে গেয়েছেন ৫০০ এর ও অধিক গান। আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফরিদ আহমেদ, আলী আকরাম শুভ, আইয়ুব বাচ্চু, শওকত আলী ইমন, আলী আকবর রুপু, ইমন সাহা থেকে শুরু করে লিজেন্ডারি সঙ্গীত পরিচালকের সঙ্গীত পরিচালনায়। সুরের পথের এই গান প্রেমী মানুষ এগিয়ে যাচ্ছে তার আপন মনে, আপন গতিতে। জিঙ্গেল ও সিনেমার গানের পাশাপাশি কাজ করছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। উল্লেখ্য, গানের পাশাপাশি তিনি বেসরকারী রেডিও স্টেশন ৯৬.৪ স্পাইস এফ এম এর স্টেশন ম্যানেজার হিসেবে কাজ করছেন।
×