ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের হোম ম্যাচ

প্রকাশিত: ১৯:৫৬, ৮ জুলাই ২০২০

সিলেটে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের হোম ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান করোনা পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়ার জন্য সিলেট স্টেডিয়ামই আদর্শ ভেন্যু। আর তাই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচ এখানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি ভারত এবং ওমানের বিপক্ষে ম্যাচ দুটিও সিলেটে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা। এদিকে ম্যাচ আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট ডিএফএর সভাপতি মাহি উদ্দিন সেলিম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাদ দিয়ে কেন সিলেটে বিশ্বকাপ বাছাই ম্যাচ? এই সংস্কার কিংবা চাকচিক্যের জন্য? মোটেও না। বরং বর্তমান করোনা পরিস্থিতিতে কিভাবে নির্বিঘ্নে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা যায় এই চিন্তা থেকেই বিকল্প পথে হাঁটছে বাফুফে। তাছাড়া ফিফা বলেছে যে স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার নেই, সেখানে ম্যাচ খেলানো যাবে না। বঙ্গবন্ধুর গ্যালারিতে চেয়ার নেই, আছে সিলেটে। কাজেই সিলেট ছাড়া গতি নেই। তবে সিলেট স্টেডিয়ামেও গ্যালারিতে চেয়ার বসানো ছিল না। মার্চ মাসেই চেয়ার বসানোর কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। করোনার জন্য কাজ বন্ধ ছিল আবার শুরু হয়েছে। আশা করা হচ্ছে মাসখানেকে মধ্যে সব চেয়ার বসানো হয়ে যাবে। তবে ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হবে, নাকি সমর্থকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন, এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি এখনও। ফিফার গাইডলাইন এবং দেশের অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বাফুফে।
×