ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বুফনের মাইলফলক, রোনাল্ডোর রেকর্ড

প্রকাশিত: ২২:১২, ৬ জুলাই ২০২০

বুফনের মাইলফলক, রোনাল্ডোর রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সঠিক পথেই এগোচ্ছে জুভেন্টাস। তুরিনোকে হারিয়ে ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল মাউরিসিও সারির শিষ্যরা। শনিবার জুভেন্টাস ৪-১ গোলের বিশাল ব্যবধানে তুরিনোকে বিধ্বস্ত করে সিরি’এ লীগে সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষ স্থানটা মজবুত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্লাবটির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। সেইসঙ্গে অনন্য এক কীর্তি গড়লেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তুরিনোর বিপক্ষে প্রতিনিধিত্ব করার মাধ্যমে ইতালিয়ান সিরি’এ লীগে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন জুভেন্টাসের সাবেক ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। শনিবার তিনি এ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ৬৪৮তম ম্যাচ খেলার নতুন এই রেকর্ড গড়েছেন। তার আগে এসি মিলানের সাবেক তারকা পাওলো মালদিনির সঙ্গে সর্বোচ্চ ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। অন্যদিকে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোও অনন্য এক রেকর্ড গড়েছেন। দলের হয়ে ৬১ মিনিটে গোল করে ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫৯ বছরে এক মৌসুমে ২৫তম গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই জুভেন্টাসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জিয়ানলুইজি বুফন। তবে গত মৌসুমে সবাইকে অবাক করেই প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু চলতি বছর জুভেন্টাসে পুনরায় যোগ দেন বুফন। শুধু তাই নয় সম্প্রতি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের জন্য নতুন করে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি। তুরিনোর বিপক্ষে এবারের মৌসুমে অষ্টম সিরি’এ ম্যাচ খেললেন বুফন। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সাধারণত পোলিশ গোলরক্ষক ওজিয়েচ সিজিসনিই মূল দলে খেলে থাকেন। দীর্ঘ ২৫ বছর আগে পার্মার হয়ে সিরি’এ লীগে অভিষেক ঘটেছিল বুফনের। আর ১৯ বছর আগে জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন। তারপর থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন জুভেন্টাসের এই অভিজ্ঞ গোলরক্ষক। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোও যেন ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। শনিবার নিজেদের মাঠে তুরিনোকে স্বাগত জানায় জুভেন্টাস। শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে স্বাগতিক শিবির। পাওলো দিবালার গোলে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই এদিন প্রথম এগিয়ে যায় তারা। হুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে নিজস্ব প্রচেষ্টায় দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের জোরালো শটে দিবালা দলকে এগিয়ে দেন। ২৯ মিনিটে রোনাল্ডোর সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন কুয়াদ্রাদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আন্দ্রে বেলোত্তির স্পট কিকে তুরিনো ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সিমোনে ভার্দির গোল অফসাইডের কারনেণ বাতিল না হলে তখনই হয়তো সমতায় ফিরতে পারত সফরকারী দল। কিন্তু দুর্দান্ত ফ্রি-কিকে ৬১ মিনিটে জুভেন্টাসকে ৩-১ গোলের লিড এনে দিতে কোন ভুল করেননি রোনাল্ডো। এই প্রথমবারের মতো সিরি’এ লীগে ফ্রি-কিক থেকে গোল করলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ফুটবলার। এবারের মৌসুমে এটি তার ২৫তম গোল। ১৯৬০-৬১ মৌসুমে ওমর সিভোরির পর জুভেন্টাসের প্রথম পর্তুগীজ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন সিআর সেভেন। ম্যাচ শেষের তিন মিনিট আগে তুরিনো ডিফেন্ডার কোফি ডিডজির আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়িয়েছে জুভেন্টাস। এই পরাজয়ে তুরিনো রেলিগেশন জোনের ৬ পয়েন্ট দূরে থেকে ১৫তম স্থানেই থাকল। এখনও তাদের হাতে রয়েছে আটটি ম্যাচ। জুভেন্টাসের জয়ের দিনে হেরে গেছে ল্যাযিও। এসি মিলান ৩-০ গোলে বিধ্বস্ত করে তাদের। এর ফলে সুবিধা হয়েছে জুভেন্টাসের। শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৭।
×