ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট মিস করলেও বিরতি উপভোগ করছেন মুশফিক

প্রকাশিত: ২২:১২, ৬ জুলাই ২০২০

ক্রিকেট মিস করলেও বিরতি উপভোগ করছেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের ধাক্কায় জর্জরিত বাংলাদেশ। গত মার্চের মাঝামাঝি থেকেই সকল কর্মকান্ড স্থগিত হয়ে গিয়েছিল। তবে গত মাস থেকে অনেক কর্মকান্ডই শুরু হয়েছে, কিন্তু শুরু করা যায়নি কোন ধরনের ক্রিকেট কর্মকান্ড। সবমিলিয়ে টানা ৪ মাস মাঠের বাইরে ক্রিকেটাররা। তাই দারুণভাবে ক্রিকেটকে মিস করছেন মুশফিকুর রহিম। তবে একইসঙ্গে ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর এই প্রথম দীর্ঘ সময় দিতে পারছেন পরিবারকে, তাই লম্বা বিরতি উপভোগ করছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। দাতব্য সংস্থা ‘এখোনি’র কাছে ৫টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই মন্তব্য করেন মুশফিক। এই সময় আক্রান্ত ও মৃতদের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেন মুশফিক। দীর্ঘক্ষণ শারীরিক শ্রম দেন অনুশীলনে। অন্য যে কোন ক্রিকেটারের চেয়ে ঘাম ঝরান বেশি। কিন্তু সেই মুশফিকও এখন ঘরে বন্দী। ঘরে থেকেই ফিটনেস ধরে রাখার জন্য ব্যায়ামসহ শারীরিক কিছু পরিশ্রম চালিয়ে গেছেন। আর গত একমাস ধরে নিজ বাসার বাইরের রাস্তায় রানিং, স্ট্রেচিংসহ অন্যান্য শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন খুব সকালে উঠে। এই করোনাকালে নিজের এই কর্মকান্ড নিয়ে মুশফিক বলেন, ‘যে কারোর জন্যই দীর্ঘ সময়ের জন্য ঘরে অবস্থান করা হতাশার এবং বিরক্তিকর। তবে আমি বলব আমি আমার পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। সত্যি বলতে, ক্রিকেটার হিসেবে আমরা খুব অল্প সময় ছুটি পাই। ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছরে আমি পরিবারের সঙ্গে এতটা সময় কাটাতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি এ বিরতি উপভোগ করছি এবং যারা এতে আক্রান্ত হয়েছে বা মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
×