ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সহসাই শুরু হচ্ছে না মুশফিকদের অনুশীলন

প্রকাশিত: ২৩:৫৪, ১১ জুন ২০২০

সহসাই শুরু হচ্ছে না মুশফিকদের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ অনুমতি মিললেও বাংলাদেশ ক্রিকেটারদের অনুশীলন সহসাই শুরু হচ্ছে না। এমনটিই বোঝা যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন যেন বাড়ছে। ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই এলাকা রেড জোনে পড়েছে। ‘লকডাউন’ হয়ে যাবে। তখন অনুশীলন করা অসম্ভবই হয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সেই ইঙ্গিতই দিলেন। জালাল ইউনুস বলেছেন, ‘আসলে দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। ১৫ জুন ট্রেনিং শুরু করা আমি মনে করি বেশ কঠিন। কারণ মিরপুরকে সরকার করোনাভাইরাসের জন্য রেড জোন ঘোষণা করেছে। এখানে এসে ক্রিকেটারদের ট্রেনিং করা ভীষণ ঝুঁকিপূর্ণ।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা চাই না কোন ক্রিকেটার বিন্দুমাত্র ঝুঁকিতে পড়ুক। তারপরও আমরা অপেক্ষা করব সেই পর্যন্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করা। যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয় তখন ভাবা যেতে পারে কি করা যায়।’ গোটা জুন মাসেই ক্রিকেট ফেরানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘পরিস্থিতির তো উন্নতি হয়নি। বরং আগের চেয়ে খারাপ। এই মুহূর্তে তাই আমাদের চিন্তা ক্রিকেটের চেয়ে জীবন বড়। যদি বাস্তবতা চিন্তা করি এই জুনে মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা একেবারেই কম। আমাদের এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছু করার নেই।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সেপ্টেম্বরের আগে ফিরতে পারবে কিনা তা নিশ্চিত নয়। কারণ আগস্টে শ্রীলঙ্কা সফরও অনিশ্চিত। যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ হয়, তাহলে হয়তো এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হতে পারে। তবে এর আগে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। তবে স্টেডিয়াম এলাকায় করোনার সর্বোচ্চ ঝুঁকি থাকায় ঘোষণার পরও ট্রেনিংয়ে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটারদের একটা অংশ চাচ্ছিল অনুশীলন শুরু করতে। তবে করোনার প্রকোপ না কমার কারণে ঝুঁকি নিতে চাচ্ছিল না বিসিবি। অন্যদিকে ক্রিকেট খেলুড়ে অন্যান্য দেশের ক্রিকেটাররা এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। ফলে বাধ্য হয়ে অনুশীলনের সম্মতি দিয়েছে টাইগার বোর্ড। এর জন্য ৩২ ক্রিকেটারকে নিয়ে একটা তালিকাও প্রস্তুত করেছে বিসিবি। যাদের নিয়ে আগামী ১৫ জুন অনুশীলন শুরু করার কথা। তবে বিপত্তি তৈরি হয়েছে সরকারী সিদ্ধান্তের কারণে। স্টেডিয়াম এলাকা অর্থাৎ মিরপুরকে করোনাভাইরাসের জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে মাঠে এসে ক্রিকেটারদের জন্য ট্রেনিং করাও বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। এ জন্য অনুশীলন শুরুর ঘোষণা হলেও তা নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে।
×