ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে ২৪ দফা দাবি বিনিয়োগকারীদের

প্রকাশিত: ২১:০৭, ৫ জুন ২০২০

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে ২৪ দফা দাবি বিনিয়োগকারীদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের কাছে ২৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংগঠনটির নেতারা বুধবার সন্ধ্যায় বিএসইসির সম্মেলন কক্ষে নতুন চেয়ারম্যানের কাছে এসব দাবি পেশ করেন। এ সময় বিএসইসি’র কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিনিয়োগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এ.কে.এম মিজানুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ. কে.এম. শাহাদাত উল্লাহ, কার্যকরী সদস্য মোঃ মামুন হোসেন শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা। বুধবার রাতে সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সংগঠনটির নেতারা জানান, দীর্ঘ প্রায় একদশক থেকে লাগাতার পতন ও সুশাসনের অভাবে দেশের পুঁজিবাজার অনাচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
×