ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের নাটক ‘কালো গোলাপ’

প্রকাশিত: ২১:২০, ১৬ মে ২০২০

ঈদের নাটক ‘কালো গোলাপ’

সংস্কৃতি ডেস্ক ॥ করোনাকালীন সৃস্ট দুর্যোগের কারণে পবিত্র ঈদ-উল ফিতরে নতুন অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে বেশ সংকটে পরতে হচ্ছে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোকে। সেক্ষেত্রে পুরাতন অনুষ্ঠানই পুনপ্রচার করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে করোনার আগেও বেশ কিছু অনুষ্ঠানের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নাটকও রয়েছে। এই তালিকায় রয়েছে এক ঘন্টার বিশেষ নাটক ‘কালো গোলাপ’। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কালো গোলাপ’। বিশিষ্ট নাট্যকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আনন জামান রচিত নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের তরুণ নির্দেশক শুদ্ধমান চৈতন। নাটকটি প্রযোজনা করেছে আস্থা কথাচিত্র। মানিকগঞ্জের সিংগাইরের মনোরম লোকেশনে নাটকের শূটিং হয়েছে। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা ও শারমিন জোহা শশী। আসছে ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন রাত ৮-১০মিনিটে নাটকটি বৈশাখী টিভিতে ‘কালো গোলাপ’ প্রচার হবে।
×