ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লকডাউনবিরোধী বিক্ষোভে ব্রাজিল প্রেসিডেন্ট

প্রকাশিত: ১০:৪৭, ২২ এপ্রিল ২০২০

লকডাউনবিরোধী বিক্ষোভে ব্রাজিল প্রেসিডেন্ট

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য সবকিছু বন্ধ রাখার বিপক্ষে বরাবরই কথা বলে আসা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে এবার কাশতে কাশতেও হাজির হতে দেখা গেছে লকডাউন-বিরোধী বিক্ষোভে। রবিবার রাজধানী ব্রাসিলিয়ায় সেনাবাহিনীর সদর দফতরের সামনে লকডাউন তুলে নেয়ার দাবিতে জড়ো হওয়া শত শত বিক্ষোভকারীর সঙ্গে শামিল হন তিনি। খবর এএফপি। করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপের চেয়ে ব্রাজিলের অর্থনীতি সুরক্ষায় জোর দেয়া নিয়ে রাজ্য গবর্নরদের সঙ্গে সম্প্রতি দ্বন্দ্বে জড়িয়েছেন বোলসোনারো। ‘কিছু লোক মারা যাবে এটিই জীবন। এজন্য কারখানা বন্ধ করা যায় না’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। এবার লকডাউনের পদক্ষেপ অগ্রাহ্য করেই মুখে কোন মাস্ক না পরে, হাতে গ্লাভস না পরে বিক্ষোভ-সমাবেশে হাজির হয়েছেন বোলসোনারো। এ সময় তাকে কাশতেও দেখা গেছে বলে জানিয়েছেন সাংবাদিকরা। একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে বোলসোনারো বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দেন। সে সময়ও তিনি কাশছিলেন। তবু অন্য রাজনীতিবিদদের মতো কোন সতর্কতামূলক ব্যবস্থা নেননি বোলসোনারো। ভাষণে বোলসোনারো ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার জন্য বিক্ষোভকারীদেরকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি কারণ আমি আপনাদের বিশ্বাস করি। আপনারা এখানে এসেছেন কারণ আপনারা ব্রাজিলে বিশ্বাস রাখেন।’ ব্রাজিলের সব ব্যবসা-বাণিজ্য চালু করা এবং গবর্নরদের লকডাউনের পদক্ষেপ শিথিলের দাবিও জানান তিনি। এ বিক্ষোভে অংশ নিয়ে বোলসোনারো তীব্র সমালোচনার শিকার হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’ এর স্পীকার এক টুইটে বলেছেন, ‘গোটা বিশ্ব আজ করোনাভাইরাসের বিরুদ্ধে একজোট। অথচ ব্রাজিলে আমাদের করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে স্বেচ্ছাচারিতার ভাইরাসের বিরুদ্ধেও লড়তে হচ্ছে।’
×