ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চ পাণ্ডবের সহায়তা টিম বয়দের

প্রকাশিত: ০৯:২৯, ২১ এপ্রিল ২০২০

পঞ্চ পাণ্ডবের সহায়তা টিম বয়দের

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে কঠিন সময় পার করছে সব দেশ। সংক্রমণ এড়াতে সর্বস্তরেই চলছে লকডাউন পরিস্থিতি। জনসমাগম নেই, রাস্তায় মানুষ নেই। শুধু জরুরী সেবাগুলো অব্যাহত রয়েছে এবং ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে টিম বয়, ম্যাসাজ ম্যান হিসেবে যারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এবং বিভিন্ন ক্লাবে কাজ করেন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের ৫ উজ্জ্বল নক্ষত্র। পঞ্চ পা-ব হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ লাখ টাকা দেবেন টিম বয় ও ম্যাসাজম্যানদের। ৫ জনের প্রত্যেকে ১ লাখ টাকা করে দিচ্ছেন সবমিলিয়ে ৫০ জন টিম বয় ও ম্যাসাজম্যানদের সাহায্যার্থে। করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে কঠিন সময় পার করছেন নিম্ন আয়ের মানুষরা। যারা প্রতিদিনের কর্ম শেষে নিত্যপ্রয়োজন মেটান তারা হয়ে পড়েছেন অসহায়। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। দেশের ক্রিকেটাঙ্গনের সঙ্গে জড়িত অনেকেই আছেন এমন। করোনার প্রভাবে মাঠে খেলা নেই বলে কাজও বন্ধ হয়ে গেছে টিম বয়, ম্যাসাজম্যানদের। অথচ খেলা থাকলে তারাই থাকেন খেলোয়াড়দের সার্বক্ষণিক সঙ্গী। বিসিবির বেতন ভুক্ত না হওয়ায় একটু বেশিই বিপাকে তারা। তাই সাহায্যের আবেদন করেছিলেন ক্রিকেটারদের কাছে। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন পঞ্চপাণ্ডব- মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ। তারা প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মুশফিক বলেছেন, ‘আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের ছোট আকারে সাহায্য করছি। যারা সব ক্লাব, বিভিন্ন ক্রিকেট দলগুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা পাঁচজন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি।’
×