ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে ক্যান্সারে চীনা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৪, ৭ এপ্রিল ২০২০

মহেশখালীতে ক্যান্সারে চীনা শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী কালারমারছড়ায় এসপিএম প্রকল্পে কর্মরত ক্যান্সার আক্রান্ত এক্সজিয়ান জিয়ান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রবিবার তিনি মারা যান। এই চীনা শ্রমিকের মৃত্যুর খবর জানাজানি হলে তিনি করোনায় মারা গেছেন বলে সর্বত্র গুজবে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তিনি ক্যান্সারে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। চেয়ারম্যান তারেক শরীফ জানান, কালাারমারছড়ার সোনারপাড়ায় চলমান এসপিএম প্রকল্পে প্রায় দুই বছর কর্মরত রয়েছেন ওই চীনা শ্রমিক। তবে বিগত এক বছরের মধ্যে তিনি কোথাও যাননি। গত প্রায় দুই মাস আগ থেকে অসুস্থ বোধ করছিলেন। এক পর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে গত ১ এপ্রিল তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
×