ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনায় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের মৃত্যু

প্রকাশিত: ১০:০৩, ৬ এপ্রিল ২০২০

করোনায় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে চারটায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার। খবর বিডিনিউজের। কামাল আহমেদের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে। গত ৩১ মার্চ দুপুর ১২টায় গুরুতর অসুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল আহমেদ। বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানান, কামাল আহমেদের ইচ্ছা অনুযায়ী লং আইল্যান্ডে তাদের পারিবারিক গোরস্তানে তাকে দাফনের প্রস্তুতি চলছে। কামাল আহমেদ এর আগে নিউইয়র্কে জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণে নিউইয়র্কসহ আশপাশের এলাকার ৭৩ বাংলাদেশীর মৃত্যু হলো। এরমধ্যে ১২ জনের মতো নারীও রয়েছেন। বিভিন্ন হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যায় রয়েছে বর্তমানে প্রায় আড়াই শ’ প্রবাসী বাংলাদেশী। এদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বাকির আজাদ প্রমুখ। এর আগে ওয়েবসাইটের আরেক খবরে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ইকবাল হক ভূঁইয়া প্রিন্সের। এর এক সপ্তাহ আগে প্রিন্সের বড় ভাই শিপন আহমেদও দেশটির একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। জানা গেছে, এই দু’জন এস্টোরিয়ার বাসিন্দা। তাদের বাড়ি ঢাকার গোপীবাগে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এছাড়া অনেক বাংলাদেশীর অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের সংখ্যা কয়েক শতাধিক। প্রসঙ্গত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনিবার একদিনেই ১২২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের। স্পেনে ৭০ বাংলাদেশী আক্রান্ত ॥ ইউরোপের দেশ স্পেন করোনাভাইরাসে বিপর্যস্ত। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশীর মৃত্যু ও ৭০ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই হিসাব দিয়েছে। ৭০ জন বাংলাদেশী আক্রান্ত হওয়ায় স্থানীয় কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বাংলাদেশী আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসের হট লাইনে কল করা হলে ৭০ (মাদ্রিদ ৫৯ জন, বার্সেলোনা ৯) জন বলে জানান বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
×