ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পণ্ডিত অজয় চক্রবর্ত্তীর সান্নিধ্যে অনন্যা আচার্য

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০২০

পণ্ডিত অজয় চক্রবর্ত্তীর সান্নিধ্যে অনন্যা আচার্য

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের ক্ষুদে গান রাজখ্যাত সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে অনন্যার কণ্ঠে ‘অল্প বয়স’ গানটি। জেকে মজলিসের ফিচারিংয়ে গানটি লিখেছেন ও সুর করেছেন সঞ্জিত আচার্য। গানে অনন্যার মায়ের কাছে হাতেখড়ি হয়। এরপর গানের তালিম নেন প্রয়াত শীতল ঘোষালের কাছে। এরপর সঞ্জীব দে, অনীল কুমার সাহা, অসিত দে, ফেরদৌস আরা, বিজন চন্দ্র মিস্ত্রি, ফরিদা পারভীন, মইনুল ইসলাম খান, কনকচাঁপা’র কাছেও তালিম নেন। এছাড়াও ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীত শিখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে অনার্স করছেন তিনি। অন্যার প্রিয় শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সুবীরনন্দী ও কনকচাপা। তবে ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল পণ্ডিত অজয় চক্রবর্ত্তীর কাছে গানে তালিম নেয়ার। সম্প্রতি তার সে স্বপ্ন পূরণ হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্ত্তীর কাছে গানের তালিম নেয়ার সুযোগ পেয়েছেন অনন্যা। ঘটনাক্রমে কলকাতাতেই ২০১৫ সালে অজয় চক্রবর্ত্তীর সঙ্গে দেখা হয় অনন্যার। তখনই অনন্যা ছোটবেলা থেকে তার কাছে গানে তালিম নেবার আগ্রহ প্রকাশ করেন। তারপর কেটে যায় দুই বছর। ২০১৭ সালে অনন্যা প্রথম অজয় চক্রবর্ত্তীর কাছে গানে তালিম নেয়ার সুযোগ পান। জীবনের অনেক বড় একটি স্বপ্ন যেন পূরণ হলো অনন্যার। পণ্ডিত অজয় চক্রবর্ত্তীর সামনে বসে গানে তালিম নেয়ার বিষয়টি যেন তার বিশ্বাসই হচ্ছিল না। যেন স্বপ্নই দেখছিলেন অনন্যা। এরপর থেকে আজ অবধি সময় করে অজয় চক্রবর্ত্তীর সঙ্গে সময় মিলিয়ে কলকাতায় গিয়ে তালিম নিয়ে থাকেন অনন্যা চক্রবর্ত্তী। অনন্যা বলেন, ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল পণ্ডিত অজয় স্যারের কাছে ক্ল্যাসিক্যাল শেখার। কিন্তু সত্যি সত্যিই আমার সেই স্বপ্ন পূরণ হবে এটা ভাবিনি কখনও। তার গায়কী ভীষণ ভাল লাগে আমার। তিনি আমাকে এভাবে নিজের মতো করে গানে তালিম দেবেন, এটা এখনও আমার কাছে কল্পনাই মনে হয়। আমি আমার পরিবার তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তিনি আমাকে যেভাবে তালিম দেন, আমি তা বুঝে নিয়ে নিজের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করি। জানিনা কতটুকু পারছি, তবে আমার চেষ্টার কোন ত্রুটি নেই। আমি সবার কাছে আশীর্বাদ চাই যেন প-িত’জি’র কাছ থেকে দীর্ঘদিন তালিম নিতে পারি।
×