ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অরূপরতনের গ্রন্থ ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’

প্রকাশিত: ০৮:০৩, ১৬ মার্চ ২০২০

 অরূপরতনের গ্রন্থ ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা  বেতার কেন্দ্র’

স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শীর্ষক গ্রন্থ লিখেছেন একুশে পদক প্রাপ্ত শব্দসৈনিক অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বইটি প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে আগামী ২১ মার্চ সকাল ১০টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থের প্রকাশনা উৎসব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। উল্লেখ্য, গত বছর ড. অরূপরতন বই মেলায় মুক্তিযুদ্ধের ওপর আরেকটি গ্রন্থ ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রকাশিত হয়েছে। ডেন্টাল চিকিৎসা সেবার পাশাপাশি ধূমপান, মাদকবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে ড. অরূপরতন একুশে পদক লাভ পান। ইতোমধ্যে তার ২৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে তার পরিচালনায় নির্মিত হয়েছে মাদকবিরোধী পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘স্বর্গ থেকে নরক’।
×