ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সোনিয়ার শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:০৩, ১৬ মার্চ ২০২০

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সোনিয়ার শ্রদ্ধা

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। তার আগেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাকে শ্রদ্ধা জানিয়ে মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইন গানে গানে একটি বিশেষ নৃত্য পরিবেশন করেছেন। যার কোরিওগ্রাফি করেছেন কিবরিয়া চঞ্চল, মূল ভাবচনা সোনিয়ার। এরইমধ্যে সোনিয়া হোসেইন তার এই বিশেষ নৃত্য পরিবেশনটি ধারণ করেছেন। তবে দর্শকের জন্য জানার বিষয় হচ্ছে জাতির পিতাকে উৎসর্গ করে এই বিশেষ নৃত্যটি দর্শক শুধুই উপভোগ করতে পারবেন ‘সোনিয়াক’ ইউটিউব চ্যানেলে। এটি সোনিয়া হোসেইনের নিজস্ব ইউটিউব চ্যানেল। গেল ২৭ ফেব্রুয়ারি থেকে এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। প্রথমদিনের যাত্রা শুরুতে সোনিয়া হোসেইনের নিমন্ত্রণে আড্ডায় অংশ নেন চিত্রনায়িকা নিপুণ ও অপু বিশ্বাস। বঙ্গবন্ধু’কে নিয়ে বিশেষ এই পর্বটি প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার চেতনায়, আমার বিশ্বাসে তিনি সবসময়ই আছেন। তাই তার জন্মশতবার্ষিকীতে তাকে উৎসর্গ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই নৃত্যটি আমি পরিবেশন করেছি। মাত্র কয়েক মিনিটে আমার এই পারফরমেন্স নিয়ে আমি খুব আশাবাদী। আমার ভীষণ ভাল লাগছে এই যে আজ আমার নিজের একটি ইউটিউব চ্যানেলে আছে বিধায় আমি আমার মনের মতো একটি কাজ করতে পেরেছি। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। এই ভাল লাগার ব্যাখা খুব অল্প কথায় বোঝানো সম্ভব নয়। আমি আগামীদিন নিয়ে যা পরিকল্পনা করতে পারছি, তা একান্তই আমার নিজের মতো করেই করছি। এই স্বাধীনতাটা একজন শিল্পীর নিজের মেধার বিকাশের ক্ষেত্রে খুব প্রয়োজন। হয়ত এই ইউটিউব চ্যানেলটি না থাকলে বঙ্গবন্ধুকে এটা উৎসর্গ করার আমার তেমন কোন সুযোগ থাকত না। সোনিয়া জানান তার সোনিয়াক চ্যানেলটিতে নিয়মিত মজার মজার কন্টেন্ট দিয়ে চালু রাখবেন।
×