ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে কোহলির বার্তা

প্রকাশিত: ১১:৫৮, ১৫ মার্চ ২০২০

করোনা নিয়ে কোহলির বার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বজুড়ে করোনাভারইরাসের প্রভাবে মধ্যপথে বন্ধ হয়ে গেছে ভারত-দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ। বাতিল হয়ে গেছে ইংল্যান্ড দলের শ্রীলঙ্কা সফর এবং অস্ট্রেলিয়া দলের নিউজিল্যান্ড সফরও। অন্তত ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি২০ আইপিএলের আসর। সবমিলিয়ে করোনা ধাক্কায় আর সবকিছুর মতো ক্রিকেটাঙ্গনও এখন বেসামাল। এই অবস্থায় প্রত্যেককে তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, ‘শক্ত হাতে যাবতীয় আগাম সতর্কতা নিয়ে কোভিড-১৯ সংক্রমণের প্রতিকার করুন। নিরাপদ থাকুন। মনে রাখবেন আগাম সতর্কতা তথা প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভাল। দয়া করে প্রত্যেকে নিজেদের যতœ নিন।’ উল্লেখ্য, ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কড়া নির্দেশে লক্ষেèৗ এবং কলকাতায় সিরিজের বাকি দুটি ম্যাচ ফাঁকা গ্যালারিতে হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বেগের কথা মাথায় রেখে আপাতত তা বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়ে দেয়, ‘করোনা আতঙ্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা করেই চলতি সিরিজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। তবে সময় ও পরিস্থিতি বিবেচনায় এই সিরিজ পরবর্তীতে পুনরায় অনুষ্ঠিত হতে পারে।’ ভারত বিদেশী ক্রিকেটারদের ভিসা দেবে না, এটা জানানোর পর আগেই আইপিএল অন্তত ১৫ দিন পিছিয়ে দেয়া হয়েছে। যেটি এ মাসের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার এক বিবৃতিতে ভারতের সকল ধরনের ঘরোয়া ক্রিকেট, রাজ্য ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। তারপরও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগটি আয়োজন করতে চাইছিল টুর্নামেন্ট কমিটি। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে রুদ্ধদ্বার ম্যাচ। কিন্তু ক্রমশ করোনা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আইপিএল আদৌ সম্ভব কি না, সেই প্রশ্ন জোরালো হচ্ছে। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআই’র এক গুরুত্বপূর্ণ কর্তা বলেন, ‘যদি আইপিএল শুরু করতে হয় তবে সেটা ২০ এপ্রিলের মধ্যেই করতে হবে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে ১০ এপ্রিলের মধ্যে। যদি ২০ এপ্রিলের মধ্যে টুর্নামেন্ট শুরু করা না যায় তবে সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত হয়ে যাবে।’ তার মতে, ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছয় সপ্তাহে ৬০টি ম্যাচ আয়োজন করা সম্ভব। তবে পুরো ব্যাপারটিই নির্ভর করছে এপ্রিলের প্রথম সপ্তাহে ভাইরাসের প্রাদুর্ভাব কোন পর্যায়ে থাকে তার ওপর। ভারতে জটিল আকার ধারণ করছে করোনা। এখন পর্যন্ত ৮৩ জনের আক্রান্ত হওয়ার খবর জানা গেছে, যার মধ্যে মারা গেছেন ২ জন।
×