ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ নিয়ে নতুন ধারাবাহিক

প্রকাশিত: ০৯:২৩, ১৪ মার্চ ২০২০

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ নিয়ে নতুন ধারাবাহিক

সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত হয়ে দীপ্ত টিভি নির্মাণ করতে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। ‘দেনা পাওনা’ গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক। দীপ্ত টিভির পরিচালনায় ধারাবাহিকের লাইন প্রডিউসার হিসেবে আছেন ফিরোজ কবীর ডলার। ‘দেনা পাওনা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা চৌধুরী, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর, সিরাজুল ইসলাম, শিশুশিল্পী ইরফানসহ আরও অনেকে। ‘দেনা পাওনা’ নাটকের গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার বড় আদরের পারমিতা ভালবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ফেরা ইরফান পারমিতাকে বিয়ে করতে চাইলে শুরু হয় নানা বাধা-বিপত্তি; জোর করে অন্য একটি মেয়ের সঙ্গে ইরফানের বিয়ে ঠিক করা হয়। ইরফান পারমিতাকে ভুলে যেতে চায়, পারমিতাও চায় তার জীবন নতুন করে শুরু করতে কিন্তু প্রেমের পিছুটান আর নিয়তির বন্ধন কেউই উপেক্ষা করতে পারে না। শুরু হয় পারমিতা আর ইরফানের নতুন জীবন। যে জীবনে পারমিতার পাওনা কিছুই থাকে না- থাকে মায়ের গ্লানি, বাবার অপমান আর সম্পর্কের দেনা।
×