ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমন বিদায়ে চরম হতাশ ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট, এটাকে নিয়ম বললেন ভারতের দলপতি হারমনপ্রিত কাউর

সেমিতে না খেলেই ফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১০:৪৪, ৬ মার্চ ২০২০

 সেমিতে না খেলেই ফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

জিএম মোস্তফা ॥ অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিল। সে আশঙ্কা সত্যি করে সকাল থেকেই ঝরলো বৃষ্টি। যে কারণে শেষ পর্যন্ত বাতিল বলে গণ্য হয় ভারত-ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আর তাতেই কপাল পুড়ল ইংল্যান্ডের। আসরের নিয়ম অনুযায়ী গ্রুপপর্বে জয় বেশি পাওয়ায় ফাইনালে উঠে গেছে ভারতের মেয়েরা। এর ফলে নারী টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের টিকেট নিশ্চিত করল ভারত। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘিœত এই ম্যাচে ৫ রানে জিতে ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ৫ উইকেট ১৩৪ রান করে। পরবর্তীতে বৃষ্টি শুরু হলে খানিক বিরতির পর দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দেয়া হয় ১৩ ওভারে ৯৮ রান। বৃষ্টি আইনের এই রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট ৯২ রানে গুটিয়ে যায় আফ্রিকান মেয়েরা। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মুখোমুখি হবে বিগত ৪ আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ জিতেই শেষ চারে নাম লেখায় ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে ২০০৯ সালের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। মেয়েদের টি-২০ বিশ্বকাপের ছয় আসরের চারটিতেই ফাইনাল খেলেছে ইংল্যান্ড। কিন্তু এবার আর হলো না। বরং অপরাজিত থেকেই মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগে থেকেই ছিল। যে কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া সম্ভাব্য পরস্থিতি বুঝতে পেরে আইসিসি’র কাছে চলতি টি-২০ বিশ্বকাপের ডাবল হেডার সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে’র আবেদন জানিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা নাকচ করে দেয়। আইসিসির নিয়মানুযায়ী সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে দুইগ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। যে কারণে প্রথম সেমিফাইনাল ভেস্তে যাওয়ায় গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ভারত। কেননা গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে যে সেমিফাইনালে উঠেছিল হারমনপ্রিত কাউরের দল। তাতে হতাশ ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা চরম হতাশার। এভাবে বিশ্বকাপ শেষ হোক তা কখনই চাইনি। কিন্তু এ বিষয়ে বিশেষ কিছু করারও থাকে না। রিজার্ভ ডে থাকলে ভাল হতো। দক্ষিণ আফ্রিকার কাছে হারটাই আমাদের পিছিয়ে দিয়েছিল। তারপরও আমরা সেমিফাইনালে পৌঁছেছিলাম। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জন্যও তৈরি ছিলাম আমরা।’ এদিকে না খেলে সেমির বাধা অতিক্রম করায় দুঃখ প্রকাশ করেছে ভারতের অধিনায়কও। ম্যাচ ভেস্তে যাওয়ার পর হারমনপ্রিত কাউর বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে আবহাওয়ার জন্য একটি ম্যাচ খেলতে পারলাম না। কিন্তু এটাই নিয়ম। রিজার্ভ ডে থাকলে ভাল হতো। প্রথমদিন থেকেই জানতাম যে, আমাদের সবগুলো ম্যাচ জিততে হবে। কারণ সেমিফাইনালে যদি খেলা না হয়, ওটাই বাঁচাবে। দলকে অভিনন্দন। গ্রুপের সব ম্যাচ জেতার জন্য। আমাদের সবাই ছন্দে রয়েছে। সেমিফাইনালের বাধা অতিক্রম করার ফলে আমরা এখন প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছি। নিজেদের সেরাটা উজাড় করে দেয়াই এখন আমাদের মূল লক্ষ্য। যদি সেটা করতে পারি তবে আমরা ভাল জায়গায় থাকব। ফাইনালে প্রতিপক্ষ কে থাকবে সেটা নিয়ে মোটেও ভাবছি না আমরা।’ নিজের খারাপ পারফর্মেন্সের কথাও মেনে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। এ প্রসঙ্গে হারমনপ্রিত বলেন, ‘আমি আর মন্ধনা ভাল খেলতে পারিনি। কিন্তু এটা দেখে ভাল লাগছে যে, দলের বাকিরা পারফর্ম করেছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলেই আমাদের সুযোগ থাকছে।’ এদিকে এভাবে স্বপ্নের বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার কারণে তাতে হতাশ ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা চরম হতাশার। এভাবে বিশ্বকাপ শেষ হোক তা কখনই চাইনি। কিন্তু এ বিষয়ে বিশেষ কিছু করারও থাকে না। রিজার্ভ ডে থাকলে ভাল হতো। দক্ষিণ আফ্রিকার কাছে হারটাই আমাদের পিছিয়ে দিয়েছিল। তারপরও আমরা সেমিফাইনালে পৌঁছেছিলাম। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জন্যও তৈরি ছিলাম আমরা।’ গত বছর ৫০ ওভারের পুরুষদের বিশ্বকাপে অদ্ভুত নিয়মের কবলে পড়ে ফাইনালে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার মেয়েদের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালেও কোন রিজার্ভ ডে না থাকা নিয়ে প্রশ্ন তুললেন অনেকেই। বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে টসই করা যায়নি।
×