ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন ফিফা সভাপতি ইনফ্যান্টিনোর মন্তব্য

খেলার চেয়ে জীবন আগে

প্রকাশিত: ১১:৫৮, ১ মার্চ ২০২০

খেলার চেয়ে জীবন আগে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিশ্বের ক্রীড়াঙ্গনেই এর প্রভাব পড়েছে। ইউরো ফুটবল ও অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো নিয়েও শুরু হয়েছে ভাবনা-চিন্তা। এই মার্চ মাসেই রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। তাছাড়া স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক আয়ারল্যান্ড খেলবে ২০২০ ইউরোর বাছাই ম্যাচ। এ ম্যাচগুলো ভাবিয়ে তুলছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোকেও। তবে এখনই সেগুলোকে স্থগিত কিংবা বাতিল ঘোষণা করেননি। যদিওবা ফিফার সভাপতি মনে করেন, যে কোন ধরনের খেলার চেয়েও জীবন আগে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের স্বাস্থ্য যে কোন ধরনের খেলার আগে।’ ইনফ্যান্টিনো মনে করেন প্রীতি ম্যাচ কিংবা ইউরো বাছাইয়ের ম্যাচগুলো সঠিকভাবেই এগোবে। তবে এই মুহূর্তে নিশ্চিত কিছুই বলেননি তিনি। তার মতে ‘এই মুহূর্তে কোন কিছুই বাতিল করা যাচ্ছে না। বরং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে আশা করছি এটা আর না বেড়ে বরং কমে আসবে। যদিও এখন মনে হচ্ছে এটা বেড়েই চলছে। যদি ম্যাচ স্থগিত করতে হয় কিংবা সমর্থকদের ছাড়াই খেলতে হয় সেক্ষেত্রে আমাদের সেটাই করতে হবে।’ শুধু ফুটবল কেন? এবার বড় চ্যালেঞ্জ টোকিও অলিম্পিকের। কেননা জাপানেও এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণে মৃত্যুও হয়েছে অনেকের। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নির্ধারিত সময়ে অলিম্পিক নাও হতে পারে। আগামী ২৪ জুলাই টোকিওতে উদ্বোধন হওয়ার কথা এই ক্রীড়া মহাযজ্ঞের। অলিম্পিক গেমসকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। চার বছর পরপর বৈশ্বিক এ আসর অনুষ্ঠিত হয়। এবারের আসর জাপানে আগামী জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা। এ্যাথলেটিক্স, ফুটবল, ফর্মুলা-১ থেকে শুরু করে সব খেলাতে পড়েছে এর প্রভাব। ইতোমধ্যে ইতালি, স্পেনে বড় বড় লীগে ফুটবল খেলা স্থগিতের মতো ঘটনা ঘটে গেছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন আসন্ন অলিম্পিক গেমস নিয়েই। যদিও জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে না। তবে খেলোয়াড়ের সুরক্ষার স্বার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নির্ধারিত সময়ে অলিম্পিক নাও হতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ?সিনিয়র সদস্য ডিক পাউন্ড জাপানে গিয়ে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। বাতিল হবে কি হবে না বা কি সিদ্ধান্ত নেয়া হবে তা নির্ধারিত সময়ের দুই মাস আগে জানা যাবে বলে জানিয়েছেন ডিক। তিনি বলেন, ‘যদি বাতিল করতে হয় সেটা অবশ্যই দুই মাস আগে। কারণ অনেক কিছুর ব্যবস্থা করতে হয়। নিরাপত্তা, খাবার, অলিম্পিক ভিলেজ, হোটেল ও মিডিয়াকর্মীদের জন্য ব্যবস্থা নিতে হবে।’ তবে এখনই বাতিল বা অন্য সিদ্ধান্তে আসতে চাইছেন না ডিক। এখন পর্যন্ত জাপানে অলিম্পিক হবে ধরে নিয়ে এ্যাথলেটদের প্রস্তুতি নিতে বলেছেন এ সিনিয়র কর্মকর্তা। তার ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত, টোকিওতে অলিম্পিক হচ্ছে। তাই এ্যাথলেটদের প্রস্তুতি ঠিকমতো নিতে হবে। তবে একটা বিষয় নিশ্চিত, আইওসি আপনাদের কোন আতঙ্কিত পরিস্থিতির মধ্যে ফেলবে না।’ তবে এ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সাঁতারু ইয়ান থর্প। তিনি মনে করেন, অলিম্পিক স্বপ্ন ব্যাহত হবে যদি শরীর কোন খারাপ অবস্থার মুখোমুখি হয়। পাঁচবারের অলিম্পিক সোনাজয়ী থর্প বলেন, ‘আমি সত্যিই খুব উদ্বিগ্ন। আমাদের আরও সতর্কতার সঙ্গে এগোতে হবে।’ করোনাভাইরাসের কারণে গত জানুয়ারিতে এশিয়ান ইনডোর এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বাতিল করে চীন। করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ছয়টি ম্যাচ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন ভয়ঙ্কর করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। ইরানে এই ভাইরাস মহামারী আকার ধারণ করায় সেখানকার আঞ্চলিক কর্তৃপক্ষ বাতিল করেছে চারটি ক্লাবের ম্যাচ। এই ভাইরাসের কারণে বিঘœ ঘটতে পারে বিশ্বকাপ বাছাইপর্বে।
×