ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অচলাবস্থা কাটল বন্দর কন্টেনার ডিপোর

প্রকাশিত: ০৯:২৬, ১ মার্চ ২০২০

অচলাবস্থা কাটল বন্দর কন্টেনার ডিপোর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট বেসরকারী কন্টেনার ডিপোগুলোর অচলাবস্থা অবশেষে কেটেছে। ৭৮ ঘণ্টা পর সচল হয়েছে কন্টেনার ডিপোগুলো। শনিবার দুপুরে শেষ হওয়া ত্রিপক্ষীয় বৈঠকে সকল ডিপোর গাড়িচালক ও শ্রমিককে নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্তে কাজে ফিরে যান শ্রমিকরা। এতে বন্দর ব্যবহারকারী তথা আমদানি-রফতানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মজুরি বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে গত বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় প্রাইম মুভার, ট্রেইলার চালক ও শ্রমিকদের কর্মবিরতি। এতে ১৯টি আইসিডিতে (ইনল্যান্ড কম্পিউটার ডিপো) পণ্য পরিবহনের ক্ষেত্রে অচলাবস্থা দেখা দেয়। বন্দর থেকে কন্টেনার পরিবহন এবং রফতানি পণ্য বন্দরে নিয়ে যাওয়া বন্ধ থাকে। সময়মতো রফতানির কন্টেনার যেতে না পারায় কন্টেনার ছাড়াই বন্দর ত্যাগ করতে বাধ্য হয়েছে কয়েকটি জাহাজ। এতে উৎকণ্ঠিত হয়ে পড়েন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় একটি ত্রিপক্ষীয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, আইসিডি মালিকদের সংগঠন বিকডা প্রতিনিধি এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। দুপুর পর্যন্ত চলে এ বৈঠক। অতঃপর একুশ দিনের মধ্যে সব ডিপোর গাড়িচালক ও শ্রমিককে নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত হয়। ফলপ্রসূ বৈঠকে একটা সুরাহার পথ বেরিয়ে আসায় শ্রমিকরা কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাইনউদ্দিন। সাতক্ষীরায় এসএমই পণ্য মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ‘এসএমই পণ্য মেলা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক আবির হোসেন প্রমুখ। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের এ মেলায় ৬১টি স্টল স্থান পেয়েছে।
×