ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার অন্য লড়াইয়ে ক্যাসিয়াস

প্রকাশিত: ১১:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২০

  এবার অন্য লড়াইয়ে ক্যাসিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষকদের তালিকার শীর্ষসারিতেই অবস্থান ইকার ক্যাসিয়াসের নাম। একজন দক্ষ নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। দীর্ঘদিন স্পেন জাতীয় দলের পাশাপাশি লা লিগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকেও নেতৃত্ব দিয়েছেন সাফল্যের সঙ্গে। এবার আরও বড় পরিসরে নেতৃত্ব দিতে লড়াইয়ে নামতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার। হ্যাঁ, স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ইকার ক্যাসিয়াস। বর্তমান প্রেসিডেন্ট লুইস রুবিয়েলসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি। মূলত স্পেনের ফুটবলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ গোলরক্ষক। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করে ইকার ক্যাসিয়াস বলেন, ‘হ্যাঁ, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়ব আমি। আমরা একত্রে কাজ করে স্প্যানিশ ফুটবলকে বিশ্বের সেরা করে তুলব।’ সুদীর্ঘ গৌরবময় পেশাদার ক্যারিয়ার ক্যাসিয়াসের। দীর্ঘ দুই দশক মাঠের লড়াইয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। পেশাদার ফুটবল ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। জাতীয় দল স্পেন এবং স্বদেশী ক্লাব রিয়াল মাদ্রিদ দুই ভুবনেই অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই তারকা গোলরক্ষক। জাতীয় দল থেকে ২০১৬ সালেই অবসর নিয়েছেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারে এখনও খেলে যাচ্ছেন ক্যাসিয়াস। তবে যে কোন সময়ই সবধরনের ফুটবলকে বিদায় বলতে পারেন তিনি। এমন গুঞ্জন এখন চারদিকেই শুনা যাচ্ছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে পাঁচ বছর আগে পোর্তোতে নতুন করে ঠিকানা গড়েছিলেন ক্যাসিয়াস। আপাতত পর্তুগীজ ক্লাবের সঙ্গেও নেই এই স্প্যানিয়ার্ড। হৃদরোগের সমস্যার কারণে ছুটিতে আছেন তিনি। ধরে নেয়া হচ্ছে ফুটবল ক্যারিয়ারই এক প্রকার শেষ হয়ে গেছে তার। কারণ গত বছর এপ্রিলের পর আর মাঠে নামেননি তিনি। মে মাসে অনুশীলন চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন ক্যাসিয়াস। এরপর থেকেই সাময়িক নির্বাসন চলছে তার। এ ব্যাপারে পর্তুগীজ মিডিয়ার গুঞ্জন, খেলোয়াড় হিসেবে নয়, ক্যাসিয়াস ফিরতে পারেন পোর্তোর কোন কোচিং স্টাফ হিসেবে। কোন ভূমিকায় তার প্রত্যাবর্তন হবে সেটা বলে দেবে সময়। কিন্তু তার আগে এখন ফুটবল সংগঠক হিসেবেই নিজের পরিচিতি তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। ক্যাসিয়াস স্বপ্ন দেখছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্ণধার হওয়ার। আরএফইএফ-এর বর্তমান প্রেসিডেন্ট লুইস রুবিয়েলসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক। এ বছরের শেষদিকে স্পেন ফুটবলের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্যাসিয়াসের এই স্বপ্নটা পূরণ হবে কিনা সেই প্রশ্নের উত্তর এখন ভবিষ্যতের হাতে। ১৯৯৯ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ঘটেছিল ক্যাসিয়াসের। ২০১৫ সালে স্পেন ছাড়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে সাত ’শরও বেশি (৭২৫) ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পাশাপাশি পাঁচটি লা লিগার শিরোপা জয়েরও স্বাদ পেয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। শুধু তাই নয়, তার নেতৃত্বেই ২০১০ সালে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিল স্পেন। এছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালে ব্যাক টু ব্যাক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির স্বাদ পেয়েছিলেন অধিনায়ক ক্যাসিয়াস। সেই সঙ্গে একমাত্র দেশ হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়েছিল তার দল।
×