ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সোনালি আঁশের ইপিএস বেড়েছে ৫৮৭ গুণ

প্রকাশিত: ০৮:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 সোনালি আঁশের ইপিএস বেড়েছে ৫৮৭ গুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশ লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে কোম্পানিটির। আগের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে সোনালি আঁশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৮ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৪৭ টাকা। এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২৬.৪৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২.৭৯ টাকা (নেগেটিভ)।
×