ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বীর’ চলচ্চিত্রে স্বনামে শাবান মাহমুদ

প্রকাশিত: ০৭:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 ‘বীর’ চলচ্চিত্রে স্বনামে  শাবান মাহমুদ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। বিভিন্ন সময় তাকে রাজপথ, টেলিভিশনের পর্দায় টক শোতে দেখা যায়। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও তিনি। বিশ্ব ভালবাসা দিবসে রুপালি পর্দায়ও দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রে একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবান মাহমুদ। প্রযোজক ইকবাল বলেন, ‘বীর’ চলচ্চিত্রে সাংবাদিক শাবান মাহমুদ স্বনামে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে তার সংলাপগুলো ছিল অসাধারণ। দর্শকরা ‘বীর’ চলচ্চিত্রটি দেখে প্রশংসা করছে। বাস্তব জীবনে শাবান মাহমুদ যেমন সৎ সাহসী তেমনি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূূমিকা পালন করছেন। তেমনি এই চলচ্চিত্রে তিনি সৎ সাহসী সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে তিনি সমাজে অন্যায় অবিচার খুন কালোবাজারি চক্রের খবর তুলে ধরেন লেখনীর মাধ্যমে। অন্যায়ের কাছে কোন দিন যেমন মাথা নত করেনি এবং শেষ পর্যন্ত তিনি মাফিয়া ডনের হাতে খুন হন। এটি কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান-শবনম বুবলী। সাংবাদিক নেতা শাবান মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এই প্রথম সাংবাদিক ইউনিয়নের শীর্ষ কোন নেতা চলচ্চিত্রে অভিনয় করলেন।
×