ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাফিজের বোলিং এ্যাকশন বৈধ

প্রকাশিত: ১১:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

হাফিজের বোলিং এ্যাকশন বৈধ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সুসময়ের দেখা পেলেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মাদ হাফিজ। এক বছর পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তার বোলিং এ্যাকশন বৈধ ঘোষণা করেছে। এখন থেকে তার আন্তর্জাতিক ক্রিকেটে অফস্পিন করার ক্ষেত্রে আর কোন বাধা নেই। গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর পরীক্ষা দিয়ে শুদ্ধ বোলিং এ্যাকশন প্রমাণে ব্যর্থ হন হাফিজ। তাই আইসিসি’র নিয়ম মেনে পরবর্তী ২৪ মাসের মধ্যে এ মাসের ১৭ তারিখে দ্বিতীয়বারের মতো বোলিং এ্যাকশন পরীক্ষা দেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এবারের পরীক্ষায় অবশ্য উত্তীর্ণ হয়েছেন। হাফিজ আন্তর্জাতিক ক্রিকেটেও বহুবার এমন পরিস্থিতিতে পড়েছেন। ৩৯ বছর বয়সী পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার প্রথমবার বোলিংয়ে নিষিদ্ধ হন সেই ২০০৫ সালে। আজ শুরু শহীদ স্মৃতি হকি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনা ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার থেকে চার দলের অংশগ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট। ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে : বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। উদ্বোধনী দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনাবাহিনী-বিমানবাহিনী (দুপুর দেড়টায়) বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ উপলক্ষে বুধবার বাহফের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডন, বাহফের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাহফের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না এবং শহিদুল্লা টিটু।
×