ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এলআইসির শেয়ার বাজারে আনবে ভারত সরকার

প্রকাশিত: ১১:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

এলআইসির শেয়ার বাজারে আনবে ভারত সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের জন্য বাজেট ঘোষণার সময়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, জীবন বীমা নিগমে (এলআইসি) কেন্দ্রের হাতে থাকা অংশীদারীর (১০০%) একটি অংশ বিক্রি করার পথে পা বাড়াবে মোদি সরকার। এই প্রথম বাজারে আসবে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থাটির শেয়ার। দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থার কত শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সরকার, তা এখনও স্পষ্ট নয়। কতদিনের মধ্যে এই পদক্ষেপ করা হবে, সেই উল্লেখও করেননি অর্থমন্ত্রী। সরকারের এই ঘোষণায় এদিন ক্ষোভ প্রকাশ করেছে বীমা কর্মীদের সংগঠন। একাধিক কারণে এই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছেন ওই সংস্থায় লগ্নিকারী এবং কর্মীদের একাংশ। যেমন, তারা মনে করছেন, সরকার এখনও খোলসা করেনি ঠিকই। কিন্তু শেষমেশ খুব কম শেয়ার প্রথম দফায় বাজারে আনবে না তারা। কারণ, গত অর্থবর্ষে বিলগ্নিকরণ থেকে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১.০৫ লাখ কোটি টাকা। অর্থ সচিব নিজেই জানিয়েছেন, এলআইসি এবং আইডিবিআইয়ের বাকি শেয়ার বেঁচে প্রায় ৯০ হাজার কোটি টাকা আসবে বলে আশাবাদী তারা।
×