ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেলায় কবি কাজী জহিরুল ইসলামের একাধিক গ্রন্থ

প্রকাশিত: ১২:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

মেলায় কবি কাজী জহিরুল ইসলামের একাধিক গ্রন্থ

সংস্কৃতি ডেস্ক ॥ প্রবাসী কবি কাজী জহিরুল ইসলামের ৫৩তম জন্মদিন ছিল গতকাল সোমবার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার খাগাতুয়া গ্রামে ১৯৬৮ সালের জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর পুরনো ঢাকায় কাটে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর কাজী জহিরুল ইসলাম বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের আয়কর বিভাগের প্রধান হিসেবে কর্মরত। তাঁর ৬৫টি গ্রন্থ প্রকাশ হয়েছে, যার মধ্যে ২২টি কাব্যগ্রন্থ। ২০২০ এর বইমেলায় তার ৫টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এর মধ্যে ‘কবিতা সমগ্র-৩’, প্রকাশক অগ্রদূত, স্কলার্স পাবলিশার্স প্রকাশ করেছে গদ্যসঙ্কলন ‘ঊত গদ্যবীজ’, তিউড়ি প্রকাশনির কবিতার বই ‘দেয়ালঘড়িটা কী মিথ্যুক’, বর্ণ প্রকাশ থেকে ‘প্রেমের কবিতা’, শিশুতোষ গল্পের বই ‘জলের ঘড়ি’ প্রকাশ করেছে খ--ত। কাজী জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন।
×