ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এক বছর পর ডেল স্টেইন

প্রকাশিত: ১১:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

এক বছর পর ডেল স্টেইন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া ডেল স্টেইন আরও কিছুদিন রঙিন পোশাকে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাতে বাদ সেধেছিল ইনজুরি। অবশেষে দীর্ঘ এক বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন এই তারকা পেসার। ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে আসন্ন টি২০ সিরিজে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্টেইন। তরুণ কুইন্টন ডি ককের নেতৃত্বে খেলবেন ৩৬ বছর বয়সী পেসার। বিশ্রাম দেয়া হয়েছে টেস্ট অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ও পেসার কাগিসো রাবাদাকে। তাদের পরিবর্তে স্কোয়াডে রাখা হয়েছে পাইট ফন বিলন ও পেসার সিসান্দা মাগালাকে। ঘরোয়া লীগে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বিলন। ১২ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনে হবে প্রথম টি২০। ডারবান ও সেঞ্চুরিয়নে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৬ তারিখ। কাঁধের ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন স্টেইন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ইনজুরির কারণে বিশ্বকাপও খেলতে পারেননি এ ক্রিকেটার। একসময়ের সতীর্থ মার্ক বাউচার প্রোটিয়া দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর প্রথমবার প্রোটিয়া দলে সুযোগ পেলেন স্টেইন। দক্ষিণ আফ্রিকা টি২০ দল ॥ কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, টেম্বা বাভুমা, র‌্যাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, পাইট ফন বিলন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেহলুকাইয়ো, জন-জন স্মুটস, বিউরন হেনড্রিক্স, তবারিজ শামসি, লুঙ্গি এনগিদি, সিসান্দা মাগালা, বোর্ন ফরচুন, ডেল স্টেইন, হেনরিক ক্লাসেন।
×