ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএলে বিজয়, সোহান ও মেহেদীর সেঞ্চুরি, তাসকিনের ৫ উইকেট

বিশাল সংগ্রহ দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৯:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

  বিশাল সংগ্রহ দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড মাঠে গড়িয়েছে শুক্রবার। প্রথম দিনেই এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান শতক হাঁকিয়েছেন। এ তিনজনের সেঞ্চুরিতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বিশাল সংগ্রহ গড়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে তারা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে তুলেছে ৬ উইকেটে ৪৪৩ রান। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বোলাররা দাপট দেখিয়েছেন। সেখানে ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম দিনেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৭০ রানে। বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে ডানহাতি পেসার তাসকিন আহমেদ ৫ উইকেট নিয়েছেন। দিনশেষে ৩ উইকেটে ৮৯ রান তুলে এখনও উত্তরাঞ্চল পিছিয়ে ৮১ রানে। প্রথম রাউন্ডে পূর্বাঞ্চল ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল মধ্যাঞ্চলের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে দলটি কক্সবাজারে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চলের। টস জিতে আগে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা দারুণ করে পূর্বাঞ্চলের বোলাররা। দলীয় ৬১ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু পঞ্চম উইকেটে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ১৯০ রানের বিশাল জুটি গড়েন উইকেটরক্ষক সোহান। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে বিজয় ১৩৩ বলেই সেঞ্চুরি তুলে নেন। তিনি শেষ পর্যন্ত রান আউট হয়ে গেলে জুটি ভাঙ্গে। বিজয় তার আগে ১৫৫ বলে ১৪ চার, ৪ ছক্কায় ১২৯ রান করেছিলেন। বিজয়ের আউটের পর ষষ্ঠ উইকেটে সোহান ও মেহেদী ১৭৫ রানে আরেকটি বড় জুটি গড়েন। উভয়ে সেঞ্চুরি হাঁকান। সোহান ১৪৯ বলে সেঞ্চুরি পেয়ে যান। আর টি২০ স্টাইলে ব্যাট চালিয়ে মেহেদী মাত্র ৭৫ বলেই শতক আদায় করেন। বিস্ফোরক এক ইনিংস উপহার দেয়ার পথে তিনি মাত্র ৮৫ বলে ১০ চার, ৮ ছক্কায় ১১২ রান করার পর তরুণ পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে গেলে জুটি ভেঙ্গে যায়। ততক্ষণে বিশাল সংগ্রহ পেয়ে গেছে দক্ষিণাঞ্চল। তারা দিনশেষ করে ৬ উইকেটে ৪৪৩ রানে। সোহান ২২০ বলে ১৯ চার, ৩ ছক্কায় ১৫৫ রানে অপরাজিত আছেন। পূর্বাঞ্চলের হয়ে ডানহাতি পেসার রেজাউর রহমান ৩ উইকেট নিয়েছেন। সিলেটে বোলাররা উৎসব করেছেন। উত্তরাঞ্চল পেসারদের দাপটে নাজেহাল মধ্যাঞ্চল আগে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই ৪ উইকেট হারায়। তাসকিন সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন ৩ টপঅর্ডারকে সাজঘরে ফিরিয়ে। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শুধু রকিবুল হাসান একাই লড়ে অর্ধশতক হাঁকান। তিনিও ১২৭ বলে ১০ চারে ৭০ রানে আরিফুল হকের বলে সাজঘরে ফিরলে বড় হয়নি মধ্যাঞ্চলের ইনিংস। ১৭০ রানেই গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস। তাসকিন ৫টি ও সালাউদ্দিন সাকিল ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে উত্তরাঞ্চল দারুণ শুরু করে উদ্বোধনী জুটিতে ৬৯ রান তুলে। কিন্তু রনি তালুকদার ১৯ রানে আউট হওয়ার পর ধস নামে তাদের ইনিংসে। শেষ পর্যন্ত দিনশেষে ৩ উইকেটে ৮৯ রান তোলে উত্তরাঞ্চল। জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ৪৭ রান করে আউট হন। অধিনায়ক নাঈম ইসলাম ১৮ ও মুশফিকুর রহীম ১ রান নিয়ে ব্যাট করছেন। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (কক্সবাজার) ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ৪৪৩/৬; ৮৭ ওভার (সোহান ১৫৫*, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৭৯, হাসান ১/৭৩)। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ (সিলেট) ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ১৭০/১০; ৪৮.৫ ওভার (রকিবুল ৭০, আরাফাত ২৫*; তাসকিন ৫/৫৪, সালাউদ্দিন ২/৩৫)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ৮৯/৩; ৩৬ ওভার (জুনায়েদ ৪৭, রনি ১৯, নাঈম ১৮*; শুভাগত ১/১, আরাফাত ১/৮, মুস্তাফিজ ১/৪৬)। *প্রথম দিনশেষে
×