ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘গণ্ডি’ চলচ্চিত্রের গল্পে ভিন্নতা আছে ॥ সব্যসাচী চক্রবর্তী

প্রকাশিত: ০৭:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

‘গণ্ডি’ চলচ্চিত্রের গল্পে ভিন্নতা আছে ॥ সব্যসাচী চক্রবর্তী

স্টাফ রিপোর্টার ॥ দর্শকের অপেক্ষার শেষ নেই। অবশেষে দেখা মিলল সেই মাহেন্দ্র্রক্ষণের। সন্ধ্যা সাতটার প্রিমিয়ার শো শুরু হতে হতে ঘড়ির কাঁটা ছুঁয়ে গেল রাত সাড়ে ৮টায়। তারপর আরও কিছু আনুষ্ঠানিকতা। এরপরই বড় পর্দায় হাজির হলেন ‘ফেলুদা’ খ্যাত কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশী খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অপেক্ষার প্রহর কাটিয়ে স্টার সিনেপ্লেক্স ভরা দর্শক ঢুকে পড়লেন চলচ্চিত্রের গল্পে। এরপর শুধুই পিনপতন নীরবতা। মাঝে মধ্যে কোন কমেডি দৃশ্যে হাসির শব্দ। এভাবেই কেটে গেল প্রায় আড়াই ঘণ্টা। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ফাখরুল আরেফীন পরিচালিত ‘গণ্ডি’ চলচ্চিত্রে প্রিমিয়ার। দু’জন বয়স্ক মানুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষই বা বিষয়টা কীভাবে দেখে-সেসব বিষয় এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার সারাদেশে মুক্তি পায় ‘গণ্ডি’। এর আগেই বুধবার প্রিমিয়ারে দর্শকদের সঙ্গে বসে চলচ্চিত্রটি দেখেন এর প্রধান দুই অভিনয়শিল্পী সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, পরিচালক ফাখরুল আরেফীনসহ কলাকুশলীরা।‘গণ্ডি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এছাড়া উপস্থিত ছিলেন ফেরদৌসি মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, আফসানা মিমি, দীপা খন্দকারসহ এক ঝাঁক তারকা। প্রিমিয়ার শেষে সব্যসাচী চক্রবর্তী বলেন, চলচ্চিত্রের গল্পটায় ভিন্নতা আছে। প্রথমেই বাংলাদেশে এই ধরনের একটা চলচ্চিত্রে সুবর্ণা মুস্তাফার মতো মেধাবী অভিনয়শিল্পী সঙ্গে অভিনয় করব ভাবিনি। এখন মনে হচ্ছে, কাজটি মন্দ হয়নি। এখন এর বিচার করবে দর্শক। সুবর্ণা মুস্তাফা বলেন, চলচ্চিত্রের গল্পটি এ্যাডাল্ট, তবে সব বয়সের দর্শক একসঙ্গে বসে দেখতে পারবেন। গল্পটি ভীষণ ভাল বলেই এই অভিনয়ের জন্য রাজি হয়েছিলাম। গল্প শোনার আগে নির্মাতাকে আমি চিনতাম না। চলচ্চিত্রটি মানুষের মনের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আনবে। সবাইকে প্রেক্ষাগৃহে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে এট দেখার আমন্ত্রণ। আমার বিশ্বাস এটি সবার খুব ভাল লাগবে। কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় ‘গণ্ডি’। এর প্রধান দুটি চরিত্রে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও অর্পণা ঘোষ।
×