ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট শুরু কাল

প্রকাশিত: ১১:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২০

পিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট শুরু কাল

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথম টেস্ট খেলতে বুধবার সকালে রাওয়ালপিন্ডি পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। হোটেলে পৌঁছে সারাদিন বিশ্রাম নিয়ে আজ একদিনের অনুশীলনে নামবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকেই পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে নেমে পড়বে। এই টেস্টে পেসারদের লড়াই জমবে বলেই মনে হচ্ছে। রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে পাকিস্তানের ধারণা থাকলেও বাংলাদেশ ক্রিকেটারদের ধারণা নেই। কখনও যে এই মাঠে টেস্ট খেলা হয়নি। টেস্টও আবার পাকিস্তানের মাটিতে খেলা হবে ১৬ বছর পর। ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। ১৬ বছর পর পাকিস্তানে খেলতে গিয়ে এমন এক উইকেটের সামনে দল পড়তে চলেছে যেখানে পেসারদের বদ্ধভূমিই ধরা হয়। আর তাই দুই দলেই পেসার মজবুত করা হয়েছে। যেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পেস আক্রমণ দিয়ে ঘায়েল করা যায়। ১২ ঘণ্টার ভ্রমণ শেষে রাওয়ালপিন্ডি পৌঁছে বাংলাদেশ দলকে এই পেস নিয়েই সবার আগে ভাবতে হচ্ছে। বাংলাদেশ দলে যেমন পেস স্পেশালিস্ট রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন এবং একজন মিডিয়াম পেসার সৌম্য সরকার রয়েছেন। পাকিস্তান দলে তেমনি চার স্পেশালিস্ট পেসার ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি ও নাসিম শাহ’র সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও আছেন। বোঝাই যাচ্ছে চার পেসার নিয়ে দুই দলই নামতে পারে। তাতে করে কোন্ দলের ব্যাটসম্যানরা আগে কাত হন সেদিকেই এখন নজরটা বেশি থাকবে। রাওয়ালপিন্ডিতে এখন পর্যন্ত ৯ টেস্ট হয়েছে। প্রথম টেস্টটি ১৯৯৩ সালে হওয়ার পর শেষ টেস্টটি গত বছর ডিসেম্বরে হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি ড্র হয়েছে। সেই ম্যাচটিতে অবশ্য বৃষ্টির প্রভাব ছিল। তবে পেসারদের দাপট তেমন দেখা যায়নি। ব্যাটসম্যানদেরই দাপট মিলেছে। দুই ইনিংস খেলা হয়েছে। তাতে ৩টি সেঞ্চুরি দেখার মিলেছে। বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য এই পরিসংখ্যানটি প্রেরণা হয়ে ধরা দিতে পারে। তবে এই স্টেডিয়ামে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস ২৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে আছেন, তা বিপদ সঙ্কেত হয়ে ধরা দিতে পারে। টি২০ সিরিজে বেহাল অবস্থা হয়েছে বাংলাদেশ দলের। এবার টেস্টে রাওয়ালপিন্ডিতে খেলতে নামার আগে এই স্টেডিয়ামে পেসারদের ৯ টেস্টে ১৮৫ উইকেট শিকার আতঙ্কও বাড়িয়ে দিচ্ছে। যেখানে স্পিনাররা ৬৩ উইকেটের বেশি শিকার করতে পারেননি। সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা পাকিস্তান পেসারদের সামনে কতটা কুলিয়ে উঠতে পারেন সেদিকেই দৃষ্টি থাকবে। তবে এখনই এই পেস আতঙ্ক নিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা কিংবা টিম ম্যানেজমেন্ট ভাবতে রাজি নয়। তারা আজ অনুশীলন করতে গিয়ে উইকেট দেখবে, এরপর সব সিদ্ধান্ত হবে। এখন পাকিস্তানে গিয়ে আগে বিশ্রাম নেয়ার পালা। সেই বিশ্রাম বুধবার নিয়েছেনও ক্রিকেটাররা। ইসলামাবাদে বাংলাদেশ দল যখন নিরাপদে সকালে পৌঁছায় তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় জানিয়ে দেয়, ‘ইসলামাবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকেট সংগ্রহ করে ফেলুন।’ পাকিস্তানের নিরাপত্তায় সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে এত কড়া নিরাপত্তা যে ক্রিকেটারদের ভোগাচ্ছে তাও জানান বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। প্রথম ধাপে টি২০ সিরিজ খেলতে যায় বাংলাদেশ। জানুয়ারির শেষদিকে। সিরিজ ২-০ ব্যবধানে হারে। তবে সফরে পিসিবির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তানী দৈনিক দ্য ডনকে বলেছেন, ‘সার্বিক উপলব্ধিটা দারুণ। কেউ কিন্তু টি২০ সিরিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। সবাই খুব খুশি ছিল।’ তবে কড়া নিরাপত্তার কারণে সমস্যাও হচ্ছে ক্রিকেটারদের। তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এ বিষয়টি বেশি ভাবাচ্ছে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আতিথেয়তা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে খেলোয়াড়রা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তবে আমরা ভাল একটি টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় আাছি।’ এখন টি২০ সিরিজের দুঃস্মৃতি ভুলে, পেসারদের নিয়ে এতটা না ভেবে, টেস্টটি ভালভাবে শেষ করে হাসিমুখে দেশে ফেরা গেলেই হলো।
×