ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচক কমাল গ্রামীণফোন ও বিএটিবিসি

সিটি নির্বাচনের আগের দিন শেয়ারবাজারে দরপতন

প্রকাশিত: ০৯:১৫, ৩১ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনের আগের দিন শেয়ারবাজারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরে প্রথম মাসের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব ধরনের সূচক কমেছে। জুন ক্লোজিংয়ের কোম্পানিগুলোর অর্ধবার্ষিক প্রতিবেদন ঘোষণার শেষ দিনে প্রায় ৬৫ কোম্পানির আয়-ব্যয়ের হিসাব বের হয়েছে। এর মধ্যে বেশির ভাগেরই আগের তুলনায় মুনাফা কমেছে। মূলত কোম্পানিগুলোর মুনাফা বাড়া কমার খবরেই দিনভর শেয়ারবাজার ছিল অস্থির। এদিকে আগামীকাল শনিবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীর আশা ছিল অন্তত নির্বাচনের আগের কার্যদিবসে সূচক বাড়বে। কিন্তু লাফার্জ-সুরমার মতো কোম্পানির দর বাড়লেও সূচকে ঋণাত্মক প্রভাব ফেলেছে গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার। গ্রামীণফোনের লভ্যাংশ আশানুরূপ না হওয়ায় বিনিয়োগকারী শেয়ার বিক্রি বাড়িয়েছেন। এতেই দরপতন ঘটে। এই নিয়ে টানা দুই কার্যদিবস দরপতন হলো। উত্থানের ধারায় ফিরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে শেয়ারবাজারে দরপতন দেখা দিলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভোটের সঙ্গে এই দরপতনের সম্পর্ক নেই। বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। এতে বিনিয়োগকারীর আতঙ্কের কিছু নেই। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের শুরুর আধা ঘণ্টা মূল্য সূচক উর্ধমুখী ছিল। কিন্তু লেনদেনের বাকি সময় সূচক আর উর্ধমুখী হয়নি। লেনদেনের শেষ আড়াই ঘণ্টায় অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে। এতে দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৫টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৫১টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের এই দাম কমার ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫২৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্য সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৬২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৯ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫ লাখ টাকার। ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এসকে ট্রিমস, ফাইন ফুডস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং খুলনা পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮৬ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৪১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
×