ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারারে টেস্টে দায়িত্বশীল ব্যাটিং টেইলর-উইলিয়ামসের

প্রকাশিত: ১২:০৩, ২৮ জানুয়ারি ২০২০

হারারে টেস্টে দায়িত্বশীল ব্যাটিং টেইলর-উইলিয়ামসের

স্পোর্টস রিপোর্টার ॥ দলীয় ৪৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল জিম্বাবুইয়ে। হারারেতে চলমান দ্বিতীয় টেস্টে সেখান থেকে দলকে উদ্ধার করেছেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। সোমবার প্রথম দিন চা বিরিতের আগে এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ৪ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ২৬৭ রান। ৬২ রান করে আউট হয়েছেন অভিজ্ঞ টেইলর। আর ৮৭ রান নিয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক উইলিয়ামসন। সিকান্দার রাজা অপরাজিত ৫৫। উল্লেখ্য, জিম্বাবুইয়ে সফরে একই ভেনুতে অনুষ্ঠিত প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দিমুথ করুনারতেœর শ্রীলঙ্কা। নেইমারের জোড়া গোলে জয় পিএসজির স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জোড়া গোলে ভর করে ফরাসী লীগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে স্বাগতিক লিলেকে ২-০ গোলে হারায় সফরকারী পিএসজি। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকল লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের পর ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে মার্শেই। সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১। দর্শনীয় গোলে বিরতির আগে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করেন আরেক গোল। ম্যাচের ২৮ মিনিটে দারুণ নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাট্টিকে। ফিরতি পাস পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোল করেন নেইমার। বিরতির পর ৫২ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সেলেসাও তারকা। ডি বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। গোল করতে কোন ভুল করেননি নেইমার। বঙ্গবন্ধু জাতীয় ফুটবলের ফল স্পোর্টস রিপোর্টার ॥ দেশব্যাপী চলমান বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে সোমবারের খেলায় শেরপুর টাইব্রেকারে ৫-৪ (০-০) গোলে মানিকগঞ্জকে, রাজবাড়ী ২-০ গোলে মাদারীপুরকে, নারায়ণগঞ্জ ৩-১ গোলে ফরিদপুরকে, টাঙ্গাইল ৪-১ গোলে জামালপুরকে, চট্টগ্রাম ২-০ গোলে ফেনীকে, কক্সবাজার ৫-০ গোলে খাগড়াছড়িকে, রাঙামাটি ৪-০ গোলে লক্ষ্মীপুরকে হারায়।
×