ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচ-ফেদেরারের জয়রথ চলছেই

প্রকাশিত: ০৯:৩৯, ২৭ জানুয়ারি ২০২০

 জোকোভিচ-ফেদেরারের জয়রথ চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। গত মৌসুমে মেলবোর্নে রেকর্ড সপ্তম শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। সার্বিয়ান তারকার সামনে এবার সেই সংখ্যাটাকে আটে নেয়ার হাতছানি। সেই পথে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন জোকোভিচ। রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচেও সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন তিনি। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা এদিন ৬-৩, ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যানকে। সেই সঙ্গে ১১ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড অষ্টম শিরোপা জয়ের পথে নোভাক জোকোভিচের বড় বাধা এখন মিলোস রাওনিক। চতুর্থ রাউন্ডের ম্যাচে রাওনিক হারিয়েছেন মারিন সিলিচকে। এদিন তিনি ৬-৪, ৬-৩ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করেছেন ২০১৮ সালে মেলবোর্নের ফাইনাল খেলা সিলিচকে। তবে রাওনিকের বিপক্ষে ম্যাচটা চতুর্থ রাউন্ডের চেয়ে অনেক বেশি হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন নোভাক জোকোভিচ। এ প্রসঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করার পর তিনি বলেন, ‘আজকের (রবিবার) ম্যাচের চেয়ে এটা নিঃসন্দেহে ভিন্নরকম হবে। কেননা রাওনিক দীর্ঘদেহী এমনকি অন্যতম শক্তিশালী খেলোয়াড়। এখানে তাকে ফিট হয়ে খেলতে দেখে বেশ ভাল লেগেছে আমার। সে অসাধারণ মানুষ এবং আমার একজন ভাল বন্ধুও।’ এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও টানা চার জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে ফেড এক্সপ্রেস পিছিয়ে পড়েও ৪-৬, ৬-১, ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন মার্টন ফাকসোভিচকে। তৃতীয়পর্বে জন মিলম্যানকে হারাতে চার ঘণ্টারও বেশি সময় লেগেছিল ২০ গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরারের। চতুর্থপর্বের ম্যাচের আগে তাই তার পারফর্মেন্স কেমন হবে তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। তবে দারুণ জয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। শেষ আটে তার প্রতিপক্ষ এখন আমেরিকার টেনিস সান্ডগ্রেন।
×