ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নির্ভয়া ধর্ষণ ॥ চার দণ্ডিতের আত্মহত্যার আশঙ্কা

প্রকাশিত: ০৯:০৫, ২৬ জানুয়ারি ২০২০

নির্ভয়া ধর্ষণ ॥ চার দণ্ডিতের আত্মহত্যার আশঙ্কা

ভারতের নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধী যেকোন সময় আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে। এমনই আশঙ্কা করছে ভারতের তিহার জেল কর্তৃপক্ষ। এ কারণে তিহারে এখন সবচেয়ে কড়া পাহারায় রয়েছে মুকেশ, পবন, অক্ষয় ও বিনয়। দিল্লীর আদালত শনিবার বলেছে, এই ধর্ষণ মামলায় মৃত্যু পরোয়ানার বিরুদ্ধে আসামির প্রাণভিক্ষা, আইনজীবীর কোন যুক্তি এবং সুপ্রীমকোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) আবেদন নিষ্পত্তি হয়েছে। অতিরিক্ত জজ অজয় কুমার জৈন জানিয়েছেন, এরই মধ্যে ধর্ষণ মামলার আসামিদের বিরুদ্ধে আইনজীবী কাগজপত্র, ছবি, ডায়েরি এবং পেইন্টিং জমা দিয়েছে তিহার জেলে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির প্রাসঙ্গিক দলিল তিহার জেল কর্তৃপক্ষ দেয়া হয়েছে। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পরেও ফাঁসির সাজা কার্যকরের জন্য ১৪ দিন সময় দিতে হয়। এক আসামির প্রাণভিক্ষার আর্জির জন্য এই মামলা আরও পিছিয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি এই চারজনের মৃত্যুদ- কার্যকর হওয়ার কথা। -এনডিটিভি
×