ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামিক ফাইনান্সের বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৮:১৪, ২০ জানুয়ারি ২০২০

 ইসলামিক ফাইনান্সের  বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বাজারে বন্ড ছাড়বে। এই বন্ড ছাড়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩শ’ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তুাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এরপর এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডের প্রতি ইউনিটের মূল্য হবে ২৫ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর এর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট।
×