ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অঞ্জন দত্তের চলচ্চিত্র ‘ফাইনালি ভালবাসা’

প্রকাশিত: ০৯:২৩, ১৮ জানুয়ারি ২০২০

 অঞ্জন দত্তের চলচ্চিত্র ‘ফাইনালি ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চলছে ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত উৎসবে আজ শনিবার বিকাল ৫টায় দেখানো হবে অঞ্জন দত্ত নির্মিত চলচ্চিত্র ‘ফাইনালি ভালবাসা’। দর্শকের সঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করবেন সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত। উৎসব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। শো শেষে চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনায় অংশ নেয়ারও কথা রয়েছে তার। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘ফাইনালি ভালবাসা’। পরিচালনার পাশাপাশি আলাদা আলাদা তিনটি ভালবাসার গল্পে চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন নির্মাতা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্রা। এদিকে শুক্রবার উৎসবের সপ্তমদিনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকাল ৩টায় চিলড্রেন ফিল্ম সেকশনে ভারতের নির্মাতা গৌতম সিংয়ের পরিচালনায় ‘ইন প্যারাস্যুট অফ’, বিকাল ৫টায় অক্ষয় ইন্ডিকারের ‘রেডিয়াস’ এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে শ্রীলঙ্কার ‘চিলড্রেন অফ দ্য সান’ চলচ্চিত্রগুলো দর্শনার্থীরা উপভোগ করে। পাবলিক লাইব্রেরির অডিটরিয়ামে চিলড্রেন ফিল্ম সেকশনে সকাল ১০টায় নাসিম সাহনিকের ‘গোয়েন্দাগিরি’ এবং বাংলাদেশ প্যানোরমা বিভাগে সন্ধ্যা ৭-৩০ মিনিটে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দেখানো হয়। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে ৯ দিনব্যাপী উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।
×