ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ইনিংসে মনোনীত সাকিবের বিশ্বকাপ সেঞ্চুরি

প্রকাশিত: ১২:২৮, ১৫ জানুয়ারি ২০২০

বর্ষসেরা ইনিংসে মনোনীত সাকিবের বিশ্বকাপ সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্যই বিদায় নেয়া ২০১৯ সালটা বেশ ঘটনাবহুল ছিল এ বাঁহাতির জন্য। তবে বছরের শেষভাগে গত ২৯ অক্টোবর আইসিসি তাকে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে যার মধ্যে ১ বছর স্থগিত নিষেধাজ্ঞা। কিন্তু জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপে যে দুর্দান্ত ব্যাটিং করেছেন সে জন্য বিশ্বক্রিকেট সাকিবকে ভুলতেই পারছে না। এবার গত বছরের সেরা ব্যাটিং পারফর্মেন্সের যে তালিকা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাতে সাকিবের নামটাও আছে। বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ১২৪ রানের অপরাজিত যে ইনিংস খেলেছেন তা আছে সেরা ব্যাটিং পারফর্মেন্সের তালিকায়। সেরা ১০টি ইনিংসের তালিকায় সাকিবের এই ইনিংসটি আছে চার নম্বরে। ২০১৯ সালের ১০টি সেরা ব্যাটিং পারফর্মেন্সের তালিকা করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের তালিকার ৯টি পারফর্মেন্সই ইংল্যান্ড বিশ্বকাপের। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে সাকিব ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। তার ইনিংসটি নিয়ে ক্রিকইনফো লিখেছে, ‘তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টন্টনের ছোট মাঠে সেই সুবিধা ভালই কাজে লাগিয়েছেন সাকিব।’ বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরিতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন। সেই সঙ্গে বল হাতেও ৮ ম্যাচে তুলে নেন ১১ উইকেট। তালিকার চারে আছে সাকিবের এই ইনিংস। অন্য ৯ ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই বিশ্বকাপের। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইলের ৯২ রানের ইনিংস, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শিখর ধাওয়ানের ১১৭, ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোহিত শর্মার ১৪০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেন উইলিয়ামসনের ১০৬ রানের ইনিংসগুলো স্থান পেয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় তারকা কার্লোস ব্রেথওয়েটের ১০১, একই প্রতিপক্ষের বিপক্ষে পাকিস্তানের বাবর আজমের ১০১, ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর ১১১ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বেন স্টোকসের ৮৪ রানের ইনিংসটিও জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের বাইরে একমাত্র ইনিংসটি স্থান পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারের। গেল বছর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৩৯ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান। দিল্লী গ্র্যান্ডমাস্টার দাবায় জিয়ার ড্র স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত দিল্লী আন্তর্জাতিক উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট, তাহসিন তাজওয়ার জিয়া ৪ পয়েন্ট, জিসান রহমান মালেক ৩ পয়েন্ট ও গিয়াসউদ্দিন আহমেদ আড়াই পয়েন্ট অর্জন করেছেন। অষ্টম রাউন্ডের খেলায় জিয়া ভারতের ফিদেমাস্টার মানীষ অনতো ক্রিস্টিয়ানোর সঙ্গে, ফাহাদ ভারতের আয়ুশ শর্মার সঙ্গে ও গিয়াস ভারতের নেগি আগাসটিয়ার সঙ্গে ড্র করেন। তাহসিন ভারতের আলেক্ষ মুখোপাধ্যায়ের কাছে ও মালেক ভারতের প্রিয়ানস দাসের কাছে হেরে যান। হাতুরুকে টার্মিনেট করল শ্রীলঙ্কা স্পোর্টস রিপোর্টার ॥ অনেক নাটকীয়তার পর অবশেষে হাতুরুসিংহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শ্রীলঙ্কা। কয়েক মাস অচলাবস্থার পর প্রধান কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। যদিও গত বছরের আগস্টেই বরখাস্তের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তাকে সরিয়ে দিতে হলে বড় অঙ্কের জরিমানা গুনতে হতো। কারণ হাতুরুর সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। ফলে কাজের কাজ কিছু না করলেও তাকে মোটা অঙ্কের বেতন দিয়ে গেছে এসএলসি। তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত না করলেও নতুন হেড কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দেয়া হয়েছে। আর তাতেই বোর্ডের কাছে ক্ষতিপূরণের দাবিতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) দ্বারস্থ হয়েছিলেন। মোটা অঙ্কের মানহানির মামলা ঠুকে দেন। উদ্ভুত পরিস্থিতিতে আলোচিত-বিতর্কিত এই কোচকে টার্মিনেটই করল শ্রীলঙ্কা।
×