ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌলভিত্তি কোম্পানি সূচকের পতন বেশি ঘটিয়েছে

প্রকাশিত: ০৯:১৬, ১৫ জানুয়ারি ২০২০

মৌলভিত্তি কোম্পানি সূচকের পতন বেশি ঘটিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পতন যেন পিছুই ছাড়ছে না শেয়ারবাজার থেকে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবারের মতো মঙ্গলবারও ব্যাপক পতনের কবলে পড়েছে। আর এই পতনের বেশি ভূমিকা রেখেছে মৌলভিত্তি সম্পন্ন (ব্লু চিপ) কোম্পানিগুলো। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮৭ শতাংশ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির দর কমেছে। জানা গেছে, ডিএসই-৩০ সূচকের ব্লু চিপ ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলোর মধ্যে ৪টির বা ১৩ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৬টির বা ৮৭ শতাংশ কোম্পানির। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি ৫.৮৫ শতাংশ কমেছে বেক্সিমকো ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কমেছে ৫.৩৭ শতাংশ এবং তৃতীয় সর্বোচ্চ ৪.৩৯ শতাংশ কমেছে আইডিএলসি ফাইন্যান্সের। এছাড়া ইউনিক হোটেলের ৪.৩৮ শতাংশ, স্কয়ার ফার্মার ৩.৮০ শতাংশ, ইফাদ অটোসের ৩.৬৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৩.৩১ শতাংশ, এমজেএল বাংলাদেশের ৩.১৩ শতাংশ, একটিভ ফাইনের ৩.০৫ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ২.৯৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২.৯৮ শতাংশ এবং লেনদেনে অংশ নেয়া আরও ১৫টি কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর বৃদ্ধি পাওয়া ৪টি মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ৩.৭৬ শতাংশ দর বেড়েছে অলিম্পিকের। এছাড়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ১.৫৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ০.৬৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×