ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটত্রিশেও দুর্বার ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৯:৪৯, ১৩ জানুয়ারি ২০২০

 আটত্রিশেও দুর্বার ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ এসি মিলানে দ্বিতীয় মেয়াদে যোগদানের দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন জøাতান ইব্রাহিমোভিচ। ইতালিয়ান সিরি’এ লীগে শনিবার ক্যালিয়ারির বিপক্ষে গোলের দেখা পেয়েছেন তিনি। এর ফলে এসি মিলান ২-০ গোলে হারায় ক্যালিয়ারিকে। এই জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ১১ থেকে ৮ নম্বরে উঠে এলো জøাতান ইব্রাহিমোভিচের দল। ২০১০-১২ মৌসুমে এসি মিলানের হয়ে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। গত বছরে আমেরিকান ক্লাব লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে চুক্তি শেষ হয় তার। ফ্রি এজেন্ট হিসেবে ৬ মাসের চুক্তিতে দ্বিতীয়বারের মতো এসি মিলানে যোগ দেন সুইডেনের সাবেক এই তারকা ফুটবলার। প্রথমবার ৬১ ম্যাচে এল রোজ্জোনেরিদের হয়ে ৪২ গোল করেছিলেন ইব্রা। আর এবার ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচ দিয়ে গোলের খাতা খুললেন তিনি। ম্যাচের দুটি গোলই আসে বিরতির পর। ৪৬ মিনিটে মিলানকে প্রথম এগিয়ে দেন পর্তুগীজ তারকা রাফায়েল লিয়াও। আর ৬৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন সুইডিশ তারকা। স্বাভাবিকভাবেই বেশিরভাগ ফুটবলার এ বয়সে বুট জোড়া তুলে রাখেন। কিন্তু সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম ইব্রাহিমোভিচ। এসি মিলানের জার্সিতে গোল করে তিনি বুঝিয়ে দিলেন বয়স শুধু একটা সংখ্যা।
×