ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাটকীয় জয়ে উইন্ডিজের অপেক্ষার অবসান

প্রকাশিত: ০৯:৫৩, ১১ জানুয়ারি ২০২০

 নাটকীয় জয়ে উইন্ডিজের অপেক্ষার অবসান

স্পোর্টস রিপোর্টার ॥ ৫ উইকেটের বড় জয়ের পথে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পার্থক্য বুঝিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ওানডেতে অনেকটা হারতে হারতে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে স্বাগতিকরা। ব্রিজটাউনে ৯ উইকেটে ২৩৭ রান করে সফরকারী আইরিশরা। জবাবে শেষ ব্যাটসম্যান শেলডন কটরেলের ছক্কায় ১ বল আগে জয় পায় কাইরন পোলার্ডের দল। পরশু তুমুল উত্তেজনার ম্যাচে পাওয়া এ জয়ে দীর্ঘ পাঁচ বছর পর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় ক্যারিবীয়রা। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে দশ নম্বরে নেমে ৩ চারে ১৬ রান করে ম্যাচসেরা হয়েছেন পেসার আলজারি জোসেফ। এছাড়া নিকোলাস পুরান ৪৪ বলে ৫২, পোলার্ড ৩২ বলে ৪০ এবং হেইডেন ওয়ালশ ৬৭ বলে করেন অপরাজিত ৪৬ রান। গ্রানাডায় রবিবার শেষ ওয়ানডে। এরপর সমান তিন ম্যাচের টি২০ খেলবে দু’দল। লেগস্পিনার ওয়ালশ যখন ব্যাটিংয়ে নামেন, ওয়েস্ট ইন্ডিজ তখন ধুঁকছিল ১৪৮ রানে ৭ উইকেট হারিয়ে। শেষ ৩ ওভারে প্রয়োজন ১৫ রান, হাতে ২ উইকেট। টানা দুই চারে সমীকরণ সহজ করে দেন জোসেফ। কিন্তু আউট হয়ে যান পরের বলেই। ৪৯তম ওভারে আইরিশ অফস্পিনার এ্যান্ডি ম্যাকব্রাইন দেন মাত্র ১ রান। শেষ ওভারে প্রয়োজন ৫ রান। বোলার মার্ক এ্যাডায়ার। প্রথম বলে রান নিতে পারেননি ওয়ালশ, দ্বিতীয় বলে সিঙ্গেল। তৃতীয় বলে চরম নাটকীয়তা রান আউট নিয়ে। বোলিং প্রান্তে এ্যাডায়ার যখন বেলস ফেলে দেন, ব্যাটসম্যান কটরেল তখন ক্রিজের ধারে কাছে ছিলেন না। কিন্তু একটা পর্যায়ে এ্যাডায়ারের হাত থেকে ফসকে যায় বল। বেলস ভাঙ্গার মুহূর্তে বল তার হাতে ছিল কিনা, প্রায় ৫ মিনিট নানাভাবে রিপ্লে দেখেও নিশ্চিত হতে পারেননি তৃতীয় আম্পায়ার। বেঁচে যান কটরেল। পরের বলে দুই ব্যাটসম্যান প্রায় এক প্রান্তেই চলে গিয়েছিলেন। ফেরার চেষ্টায় উইকেটে পড়ে যান কটরেল। কিন্তু এবার ফিল্ডারের থ্রো ধরতেই পারেননি এ্যাডায়ার। পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে উল্লাসে মাতেন কটরেল।
×